অনেক আগের একটা গল্প।
এক মৃত্যুপথযাত্রী ডাকাত বুঝতে পারলো তার সময় ঘনিয়ে এসেছে। সে পুত্রকে ডেকে বললো, "বাবা-রে সারা জীবন তো অনেক অন্যায় করেছি, মানুষের অনেক ক্ষতি করেছি। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা, তুই এমন কিছু করবি, যেন মানুষ আমার সম্পর্কে বলে যে লোকটা খুব ভালো ছিলো।" বলেই ডাকাত মারা গেল।
ডাকাতের ছেলের আক্কেলগুড়ুম! বাবা তার সারাজীবন ডাকাতি করছে। মানুষ তাকে ভালো বলবে কোন দুঃখে? কিন্তু বাবার শেষ ইচ্ছা বলে কথা। উপায় তো একটা করতে হবে।
অনেক চিন্তা করে উপায় বের হলো।
ডাকাতের ছেলে এবার ডাকাতি শুরু করলো। বাড়ি বাড়ি ডাকাতি করে, ডাকাতি শেষ করে যাবার সময়ে বাড়ির মানুষ মেরে রেখে যায়।
গ্রামের মানুষের মাথায় হাত। তারা বলতে শুরু করলো, "ব্যাটা বুড়ো ডাকাতই তো ভালো ছিলো, শুধু ডাকাতি করতো; ব্যাটার ছেলে তো ডাকাতি করেই, মেরেও রেখে যায়!"
পুনশ্চঃ
আওয়ামী সরকার মনে হয় বাঙ্গালির মন থেকে বাকশালী দুঃস্বপ্ন মুছে ফেলতে একই প্রকল্প হাতে নিয়েছে।