আমার ল্যাপটপের বয়স দু'বছর একমাস। এইচপি ৫৪০। ব্যাটারি HSTNN-DB51 (10.8 V, 4160 mAh)
প্রথমদিকে প্রায় আড়াইঘণ্টা চার্জ থাকতো। তারপর কমতে কমতে সোয়া এক ঘণ্টায় এসে ঠেকেছিলো। কিন্তু গত একসপ্তা হতে ব্যাটারি ৫২% এর বেশি চার্জ নিচ্ছে না এবং যথারীতি আধঘণ্টার মধ্যে চার্জ শেষ হয়ে যায়।
আমার ল্যাপটপের ব্যাটারির আয়ু কি শেষ?
চিকিৎসার কোন উপায় আছে কি?
যদি ব্যাটারি কিনতেই হয়, কোনটি কেনা ভালো হবে?
কীভাবে ব্যাটারির স্থায়ীত্ব, কার্যক্ষমতা বাড়ানো যায়?
ধন্যবাদ।