উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে একেকটি সম্পর্ক
রক্ত এবং আত্মিক দ্বন্দ্বে নি:শ্বাস নিরাপত্তা খোঁজে আজন্মকাল
অবিচ্ছেদ্য জীবনের কেন্দ্রবিন্দু কি আদৌ আছে কোথাও!
তবুও বাঁচার জন্যেই মৃত্যুকে ফেরাই,
আবার মৃত্যুও কামনা করি।
দোটানা জীবন দু:খ-বিলাস, সুখ-বিলাস নিয়ে মত্ত থাকে।
ইতিহাস বদলে হাইহিল আর কাঁধে ঝোলানো ব্যাগ উঠে আসে।
যেমন, পলেস্তারা উঠে যাওয়া পুরোনো জমিদারবাড়ীর বাঈজীমহলের গল্প জানে সবাই
অন্দরমহলের রানীর দীর্ঘনিঃশ্বাস অলঙ্কারের ঝঙ্কারে মিইয়ে যায়।
অপসৃয়মান আলোয় নারী সত্তার চিরন্তন রূপ আমারই আদলে গড়া
পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ।
হ্যামিল্টন, কানাডা
৪ মে, ২০১৬ ইং।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৫