কিছু থাকুক আর নাই থাকুক
আজকাল আমার আর কথা থাকেনা ।
কেবল ক্ষোভ আর ক্রোধ থাকে
ঠিক যেমন কিছুতেই মরেনা
সংক্রামক ভাইরাস ।
চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো
এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা
কি করে , কে জানে !
দুই যুগ আগের "আমি"টাকে বিদ্রূপ করে ভ্যাংচি কাটে
আজকাল আমার আমাকে মোটেও
ভালো লাগে না
আর নিজেকে যখন অসহ্য লাগে
তখন বড়ো ভয়ঙ্কর হয়ে যায় ,
পরিচিত এই একান্ত মুখশ্রীও ।
আজকাল আর কিছুই নেই ,
সেই পাগলামী ,
বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,
উপচে পড়া সহজ-সরলতা...
তাই নিজেকে স্বান্তনা দেই ,
আর বলি ;
আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে...
হ্যামিল্টন , কানাডা
১৮ জুলাই , ২০১৩ ইং ।

আলোচিত ব্লগ
বিচারের জায়গা না পেলে মানুষ প্রেত হয়ে ওঠে
(সামাজিক অবিচার, রাষ্ট্রীয় অনুপস্থিতি এবং আন্ডারওয়ার্ল্ড কাঠামোর মধ্যে সাধারণ মানুষ কীভাবে হারিয়ে যায়।)
মানুষ যখন বারবার অবিচারের শিকার হয়,... ...বাকিটুকু পড়ুন
=একদিন এসো সন্ধ্যে ফুরোলেই=
ভালোবাসা ছড়ানো পাতায় পাতায়, সবুজাভ স্নিগ্ধ প্রহর আমার
এখানে উঁকি দিলেই মুগ্ধতারা চুয়ে পড়ে টুপটাপ;
ধূসর রঙ প্রজাপতিরাও এখানে রঙিন ডানায় উড়ে,
কেবল অনুভূতির দোর দিতে হয় খুলে, চোখগুলো রাখতে হয়... ...বাকিটুকু পড়ুন
চীনের জে-১০ যুদ্ধবিমান কোনো চকচকে ল্যাব বা বিলাসবহুল ফ্যাক্টরিতে জন্মায়নি
১: গবেষণা ও উন্নয়ন (R&D) দলের অক্লান্ত পরিশ্রম।
২: বাইসাইকেলে চেপে কাজে যাচ্ছেন প্রধান প্রকৌশলী সু চিশৌ।
৩: প্রথম উড্ডয়নের পর কেঁদে... ...বাকিটুকু পড়ুন
Bangladesh bans ousted PM's Awami League under terrorism law
হায়রে এরেই বলে কর্মফল। ১৭ টা বছর গুম , খুনের মাধ্যমে এক ভয়ের রাজ্য তৈরী করে কেড়ে নেয়া হয়েছিল মানুষের বাকশক্তি। চোখ, কান, মুখ থাকতেও... ...বাকিটুকু পড়ুন
দিন গেলে আর দিন আসে না ভাটা যদি লয় যৌবন
এমন কোনো ইস্যু আছে, যা নিয়ে জাতি পুরোপুরি একমত? ৫০%ও একমত এমন কোনো বিষয় চোখে পড়ে না। একপক্ষ রবীন্দ্রনাথের গান জাতীয় সঙ্গীত হিসেবে মনেপ্রাণে ধারণ করে, আরেক পক্ষ বদলাতে চায়।... ...বাকিটুকু পড়ুন