এই বিশ্বে বিশ্বায়নের ফলে বদলে যাচ্ছে অনেক কিছুই । একদিকে যেমন সমাজ-সংস্কার-সভ্যতা-সংস্কৃতির পরিবর্তন , অন্যদিকে ৬,৩৭১ কিলোমিটার ব্যাসার্ধ আর ৫,৯৭২E২৪ কিলোগ্রাম ভরের পৃথিবী Greenhouse effect-এর ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত । যেমন আবহাওয়ার বিশাল পরিবর্তন । কতো সহ্য করবে পৃথিবী ? বিভিন্ন দূর্যোগের ফলে (সুনামী , ভূমিকম্প , বন্যা , জলোচ্ছ্বাস , অগ্ন্যূৎপাত ইত্যাদি) এই গ্রহটির করুণ অবস্থা । যেখানে বরফে ঢেকে যেতো , সেখানে এখন বরফের আকাল । আর যেখানে শীতকাল মানেই আনন্দ , পিঠে-পায়েসের উৎসব আয়োজন , সেখানে এখন মানুষ মরছে শীতে । এছাড়া আছে ভয়ঙ্কর দূর্যোগ , মানুষের মিথ্যে রাজনীতি । এসব রাজনীতি শুধু মুখেই দেশের কথা বলে , মানুষের কাছে এসে সহজ-সারল্যের সুযোগ নেয় । প্রকৃ্তি্র ডামাডোল নয় সবসময় থামানো যায়না , কিন্তু মানুষের দ্বারা তৈরী এসব জঘণ্য বিপর্যয় কি করে রোধ করা যায় ? নিজের ঘরে যদি নিজেই আমরা চুরী করি , তাহলে কে পাহারা দেবে ?
তাও আমাদের মধ্যেই যে মানবতা আছে , সেসবই তো টিকিয়ে রাখছে ঈশ্বরের সেরা জীবের অস্তিত্ত্বকে । তবুও কেন এসব লিখছি ? কারণ আমাদের মানবতাকে বিলুপ্ত করতে উঠে-পড়ে লেগেছে কুরূচি সম্পন্ন কিছু মানুষ । যাদের কাছে বিপন্ন আমাদের ছোট্ট দেশটির অসহায় মানুষ । ধর্মের নামে রক্তাক্ত করছে মনুষ্যত্ব । অথচ এই দেশটির নাম নিতে গেলেই মাতৃ্ত্বের মায়াময় স্পর্শ পেয়ে যাই এতো এতো মাইল দূরে থেকেও । সবুজ অরণ্যে ভরা আর নদীমাতৃক এই দেশটির পরিচয় বাংলাদেশ...আমার এবং আমাদের সকলের সোনার বাংলা । কিন্তু ছোট্ট একটা প্রশ্ন জাগে আদৌ কি এই আদুরে-আহ্লাদী দেশটি আমার ?
**চলবে-------
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮