ড. মাহফুজুর রহমান স্যার, আমি জানিনা আপনি ব্লগিং করেন কিনা। ব্লগিং করলেও সামুতে কখনও আসেন কিনা তাও আমার জানা নেই। কিন্তু আমার কিছু বলার জায়গাতো এই একটাই, তাই আপনার সমীপে আমার কিছু কথা- আমরা জানি দেশের বেসরকারি টিভি চ্যানেল “ATN বাংলা” এর কর্ণধার আপনি। পাশাপাশি দেশের বর্তমান সময়ের একমাত্র নিউজ চ্যানেল “ATN News” ও আপনার। আমার খুব জানতে ইচ্ছে করে-
দিন রাত চব্বিশ ঘন্টা আলাদা করে শুধু খবর দেখানোর জন্য একটা চ্যানেল থাকা স্বত্তেও “ATN বাংলা” য় ঘন্টায় ঘন্টায় খবর দেখানোর প্রয়োজনীয়তা কতটুকু??
আজ আমরা অনেকেই সমালোচনা করি, বলাবলি করি যে, আমাদের মা, খালা কিংবা বোনেরা ইন্ডিয়ান চ্যানেলগুলোর বস্তা পচাঁ সিরিয়ালের নেশায় আসক্ত হয়ে পড়েছেন। কিন্তু আপনি বা আপনারা (যারা টিভি চ্যানেলগুলোর সাথে জড়িত) কখনও বিষয়টা নিয়ে চিন্তা করেছেন যে, কেনো এমন হচ্ছে? বা এ অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমারতো ধারণা আমাদের দেশের কোনো চ্যানেলই আমাদের প্রপার এন্টারটেইনমেন্ট দিতে পারেনা। খবররের মাঝেই যা একটু বিনোদন পাই। এ ব্যাপারে আপনারাও নিশ্চয়ই একমত হবেন। কারন আপনারাতো খবরটাকেই বেশি গুরুত্ব সহকারে দেখান। এর মানে এই না যে, আমাদের দেশে ভালো অনুষ্ঠাণ নির্মিত হচ্ছেনা!! আমিতো বিশ্বাস করি শুধু ইন্ডিয়া কেনো পৃথিবীর অনেক দেশের চেয়ে আমাদের দেশের নির্মাতারা অনেক ভালো ভালো নাটক বা সিরিয়াল নির্মাণ করছেন। কিন্তু আপনাদের ঐ বিরক্তিকর বিজ্ঞাপণগুলোর যন্ত্রণায় আমরা সেই মধুর বিনোদন থেকে বঞ্চিত হচ্ছি আর ঝুকে পড়ছি ইন্ডিয়ান চ্যানেল গুলোর দিকে, যেখানে আপনাদের মত-
বিজ্ঞাপণের ফাঁকে ফাঁকে অনুষ্ঠাণ দেখায় না!!
একটা অনুষ্ঠাণ দেখানোর পর পরবর্তী অনুষ্ঠাণ দেখানোর জন্য পনেরো থেকে বিশ মিনিট বসিয়ে রাখেনা!!
অনুষ্ঠাণগুলো সময়সূচীও আপনাদের মত এলোমেলো (৭.২৫, ৮.২০, ৯.৪০) না!!
খবরের পরে নাটকের বাকী অংশ দেখায়না!!
আপনারাতো অনেক কিছুই তাদের (ইন্ডিয়ান চ্যানেল) থেকে কপি করেন, তাদের দেখাদেখি নতুন নতুন অনুষ্ঠাণমালা তৈরী করেন!! এই ব্যাপারগুলোর দিকে একটু নজর দেয়া যায়না??
ড মাহফুজুর রহমান স্যার এবার সত্যিই একটা অবান্তর প্রশ্ন করি- সেদিন টিভি নিউজ এ দেখলাম সরকার অনুমতি দিলে আপনি এক মাসের মধ্যে একটি স্পোর্টস চ্যানেল খুলবেন। এতে বোঝা যায় আপনার অনেক ক্ষমতা। হয়ত সেই চ্যানেলের নাম হবে “ATN SPORTS”। “ATN Addvertise” বা “ATN বিজ্ঞাপণ” নামের কি কোনো চ্যানেল খোলা যায়না, যেখানে চব্বিশ ঘন্টাই বিজ্ঞাপণ দেখানো হবে?? আর আমরা আম জনতারা যেন এই বিজ্ঞাপণ যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি এবং প্রকৃত বিনোদনের মজা উপভোগ করতে পারি!!!!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩০