অতঃপর সময়ের জন্য আর অপেক্ষা না করে
ছাদ থেকে নেমে আসা মোটা দড়িটার কোলে
ঝুলিয়ে দিলাম আমার অবাঞ্চিত শরীরটিকে
তোমাদের সহস্র গ্লানি থেকে মুক্তি দেবার জন্য ।
শত শত প্রতিক্ষার রাত্রিকে ছুটি দিয়ে
নিয়তিকে আর তাগাদা না দিয়ে
এবং নিতান্ত ছাপোষা কিছু দগদগে প্রাপ্তি নিয়ে
মৃত্যুদূতের শ্রমকে লাঘব করে , আমি পাড়ি দিলাম অনন্ত বিবরে ।
চুকিয়ে দিলাম এই পৃথিবী ও প্রকৃতির সাথে সমস্ত লেনাদেনা ।
আর তাই জানিয়ে দিচ্ছি ,
ভালো থেকো
ভালো থেকো আমার ফেলে আসা সুন্দর ক্ষণ
অভিমানি মন
প্রিয় ও অপ্রিয় সকল জন
এবং সুসময়ের মলয় পবন ।
ভালো থেকো.
ভালো থেকো প্রেয়সি আমার
অন্য পুরুষের লোমশ বুকে সতী সহধর্মিনী হয়ে
ভালো থেকো আমার বন্ধুবর
অন্য কারও সুসময়ের সারথি হয়ে
ভালো থেকো ।
ভালো থেকো আমার সব প্রার্থনা
যা পৌঁছায়নি খোদার আরশে
ভালো থেকো আমার সব আশা
যা ঠিকানা খুঁজে পায়নি জীবন পথে ।
ভালো থেকো ।
ভালো থেকো ,
ভালো থেকো অনিবার্য নিয়তি
আশ্বাস নামক উপহাস
জীবন ও যৌবন
এবং আমার আত্মজ কবিতা ও বিশ্বাস !
আর ভালো থেকো
আমার পেন্ডুলাম শরীর
ও তোমাদের সকল মেকী ভালোবাসা ।
এতদিন ভালোবাসাতে যত কৃপণতা
আপাতত এখন আমাকে ঘৃণা করতে
কার্পণ্যে যেন ঢাকে না তা !!
রচনাকারীঃ নিবর্হণ নির্ঘোষ !