সড়ক দুর্ঘটনার ঘটনায় আন্দোলনের বিরোধিতাকারী নৌমন্ত্রী শাজাহান খান দুর্ঘটনায় পড়েছেন।
শুক্রবার দুপুরে মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে নৌমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পড়লেও তিনি অক্ষত রয়েছেন। সামান্য আহত হন তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।
রাজৈর থানার ওসি মো. নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার জন্য দায়ী সাকুরা পরিবহনের চালককে আটক করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কাওড়াকান্দি ফেরিঘাটে নির্মাণাধীন পার্কিং ইয়ার্ড পরিদর্শন শেষে মাদারীপুরে ফেরার পথে মন্ত্রীর গাড়ির সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে নৌ-মন্ত্রীকে বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে গেলেও মন্ত্রীর কিছু হয়নি।
মন্ত্রীর গাড়িচালক আব্দুস সালাম বলেন, “ভাগ্যক্রমে মন্ত্রীসহ আমরা বেঁচে গেছি। সাকুরা পরিবহনের গাড়িটি অনিয়ন্ত্রভাবে চলছিল।”
ওসি নওশের বলেন, দুর্ঘটনার পর মন্ত্রীর গাড়িবহর রাজৈর থানা এলাকায় অবস্থান নেয়।
গত বছর সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলত গড়ে উঠলে তাদের বিভিন্ন দাবির বিরোধিতা করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান।
পরিবহন শ্রমিকরা ওই আন্দোলনের পাল্টা সমাবেশ করেন এবং তাতে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চনের কুশপুতুলও পোড়ানো হয়, যে সমাবেশে মন্ত্রী শাজাহান খানও ছিলেন।
View this link