গীতা পড়, না হয় ভারত ছাড়। ভারতীয় হিন্দুরা পবিত্র ধর্মগ্রন্থ গীতা পড়ে সম্মান না দেখালে ভারত ছেড়ে ভিন দেশে যাওয়ার কথা বলেছেন দেশটির কর্নাটক রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বেস্বর হেগদি কাগেরিগটয। গত বুধবার 'গীতা পড় না হয় ভারত ছাড়' শিরোনামে দ্যা টাইমস্ অব ইন্ডিয়া খবরটি প্রকাশ করে।
এতে কাগেরি বলেন, ভগবত গীতা সূর্য সদৃশ্য। তাই ভারতীয়রা চারপাশের অন্যান্য জিনিসকে যেভাবে সম্মান করে, পবিত্র গীতাকেও সম্মান দেখানো প্রত্যেক ভারতীর দায়িত্ব। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো ভারতীয় যদি গীতার প্রতি সম্মান না দেখায় তাদের ভারতের কোথায়ও স্থান হবে না। তাদের দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
এদিকে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তিরস্কার করে বিরোধী দল ও ধর্মনিরপেক্ষ জনতা দলের প্রধান এইচ দি দেব গৌড়া বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কাগেরিকে দেশের সংবিধান ১০০ বার পড়ে তা বুঝার জন্য তিনি বলেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই কাগেরি দেশটির স্কুলগুলোতে দিনে অন্তত ১ ঘণ্টা করে ভগবত গীতা পাঠ করার প্রস্তাব করেন। পরে কর্নাটকের সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ফেডারেশন এর বিরুদ্ধে দেশটির উচ্চ আদালতে আবেদন করেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫১