পরাধীনতার আবদ্ধ আকাশের তলে দাঁড়িয়ে
এক একটা অশ্রুকণা ছুরে দিয়েছিলাম তোমার দিকে
তখনও তুমি অচেতন।
এরপর কত সময় পেরিয়ে গেছে
কতবার চেয়েছি তোমায় কাছে
রক্তাক্ত করেছ এই হৃদয় আমার
অথচ দাওনি ছুতে কতকাল।
তুমি ছিলে আমার অদম্য প্রাপ্য
প্রাপ্তির আনাচে কানাচে ঘুরে ফিরে
দেখিনাই তবু চিহ্ন তোমার কোথাও
এরপর কত যুগ কেটে গেছে তোমার অপেক্ষায়
একদিন তুমি হাটিহাটি পা পা করে
পৌছে গেলে আমার জীবনমাঝে
জীবন যোদ্ধা থেকে হয়ে গেলাম
বিজয় পুরুষ।
বিজয়ের উন্মুক্ত আকাশের তলে দাঁড়িয়ে
আমি আজ শংকিত হে দেবী
তোমাকে ভালবাসতে পারি নাই কভু
তোমাকে রক্ষিতে পারেনাই অন্তর প্রভু
হে আমার প্রেম, হে আমার স্বাধীনতা
তোমাকে বাঁচাতে পারি নাই তবু।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৮