একটা অবুঝ আবেগ থাকে
যাকে বেধে রাখা যায় না কোনোকিছু দিয়ে।
প্রতিটি স্বপ্নের পেছনে কিছু স্বৃতি থাকে
হয়তো বা অনাবিষ্কৃত।
প্রতিটি প্রেরণার সম্মুখে কিছু সফলতা
আর প্রতিটি সফলতার পশ্চাতে কিছু ব্যর্থতা
চিরকাল বেধে রাখে বাসা।
প্রতিটি মানুষ একবার বিষন্ন হয়
ত্রিশুলের অগ্রপ্রান্তে ঠেকিয়ে রাখে মাথা,
দুই হাত বেঁধে রেখে কচিকাটা করে দেয়,
বিকৃত করে দেয় বিবেকের বস্ত্র।
হয়ত বা প্রতিটি ফুলের গোত্রে থাকে কাঁটা
কখনো দৃশ্যমান
আবার কখনো কল্পনাতীত অস্পষ্ট।
প্রতিটি সুগন্ধে থাকে মোহ
প্রতিটি কবিতায় থাকে জীবন
কখনো সে জীবন অর্থবহ এক একটা উক্তি
কখনো বা নিরর্থক ছুটে চলা
অসীম গোধুলীতে মরিচিকা নিলীমার খোঁজে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৫