পাখি তো উড়বেই নীলাকাশে
যখন তার ডানা গজিয়েছে উড়বার জন্যই,
মৃতশাবকের জিহব্বায় তো
দোলাগুচ্ছ সবুজের স্বাধ লেগে থাকবেই।
প্রকৃতি যখন যা চায়,
পৃথিবীর আর কটি মানুষের মত
আমিও দ্বিধাগ্রস্থ হয়ে থাকি,
পৃথিবীর আর সব মানুষের মত
আমিও নিরুপায় যেন এক একাকী পথিক।
মাত্র তো চারটা বছর,
কোনো এক সকালের রোদছ্বটা আভা
যখন পরেছিল নিরব নিথর সেই নিস্প্রাণ দেহে,
বন্ধুর হাত ধরে হেটেছিলাম এই ক্যাম্পাসে,
কত আলো কত অন্ধকার মিশে গেছে
সমসাময়িক ডায়েরীর জং ধরা পাতায় পাতায়।
অথচ আজ কত কলাহল এখানে ওখানে
মৃত্তিকা যখন কাঁদে, আমি বলি পাগলামী।
পার্থিব জীবনগুলো বুঝি লাটাইহীন এক একটা ঘুড়ি।
চলমান উরন্ত রঙ্গীন।
এখানে কেউ কারও নয়
সমান্তরাল সময়ের ফাঁকে ফাঁকে
যে মুখগুলো বন্ধু হয়ে আসে
যে শক্তিগুলো স্পৃহা জাগায় তোমাতে আমাতে।
অথচ ব্যস্ত জীবনের পালা ঘুরে বিদায়বেলা আসে
অথচ সবাইকে ভুলে গিয়ে যে যার পথে চলে যায়
যেন এক ঠিকানাবিহীন যাত্রা।