আমাদের সমাজের অবস্হা আজ কেমোন? যার উত্তর মিলে খবরের কাগজে চোখ দিলে।হত্্যা, ছিনতাই, আমাদের দৈনদ্নি ঘটনা।terror দের একটি বুলেটের আঘাতে চলে যায় নিরীহ প্রাণ।অপরাধ জগটে নতুন মাত্রা দিয়েছে ইভটিজিং।প্রতিদিন ঘটছে গা শিউরে ওঠার মতো ঘটনা।৯৪% মুসলমানের দেশে এরকম ঘটনা সতিযই বেমানান।এর একটিই কারন, মানুষ ইসলামের মহান আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন "যদি কেউ বিনা কারনে কোনো নিরিহ মানুষকে হত্্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্্যা করলো।"
এরপরও কিভাবে একজন মানুষ ওন্্য মানুষকে হত্্যা করে???
যেখানে অনে্্যর হক নষ্ট করা জঘন্্য অপরাধ, সেখানে কিভাবে একে অনে্্যর সম্পদ আৎসাদ করে, ছিনতাই করে???
তাই আমি আমার সকল ভাইএর প্রতি আহ্বান জানাই.......আসুন আমরা কুরআন ও সুন্নাহ মেনে চলি।তাহলে আমাদের নিজ জীবন যেমন সুন্দর হবে দেশেরও কল্্যান হবে।আমরা দুনিয়া ও আখিরাতেও কামিয়াব হব।