শিরোনামে খানিকাটা জটিল শব্দ লিখলেও, আমি ব্লগের নূতন জটিল বাবু নই, কিংবা নই দাবিকৃত সহজ-সরল। যাই হোক ধান ভানতে খানিকটা শিবের গীত গেয়ে নিচ্ছি। এই ব্লগের জন্মলগ্ন থেকেই আছি। বহু উত্থান-পতনের সাক্ষীও। বাংলা অন্তর্জালে ব্লগ-ফোরাম তার কয়েক দশক পার করেছে। হারিয়ে যাওয়াদের লম্বা তালিকায় নিভু নিভু করে টিকে থাকা একটি ব্লগ হচ্ছে সামু। এটি ঠিক সেই অর্থে কোন নিশ ব্লগ নয়, বরং বলা যেতে পারে বারোয়ারি ব্লগ। নানা মত-পথ, ভাব,আদর্শ,দর্শনের মিলনমেলা। অনেকটা বাগানের মত, নানা জাতের গাছের সমাহার। তবে সেই বাগানে মাঝে মাঝে আগাছা বড্ড বেড়ে যায়। বাংলা অন্তর্জালে সামুর অবদান বিবিধ। মেহদীর অভ্রের আগে এই ব্লগের বাংলা লেখার টুলটাই বিপ্লব এনে দিয়েছিল অন্তর্জালের বাংলা লেখালেখিতে। এছাড়া এই ব্লগের অন্য অবদানগুলো নিয়ে পরে কথা হবে। এই পোস্ট লেখার আগ্রহ এসেছে মূলত হয়ে যান মডারেটর!! পোস্ট থেকে। মডারেটর হওয়া সহজ নয়, তবু খানিকটা লোভ জেগেছে বৈকি। আপাতত নির্বাচিত পোস্টের কাজটায় হাত দেয়া যাক।
সেই শুক্রবার শহরে সাকরাইন উৎসব ছিলো
লেখক : অর্ক
সময়: ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১২:২১
নির্বার্চনের কারণ: সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব না। কারণ আমি শব্দবিন্যাস, বাক্যালংকার, ছন্দের মাধুর্য কিংবা নানা বিষয়ে পন্ডিত কেউ নই। মূলত পড়ে ভালো লাগাই মূখ্য। লেখাটি আপাত দৃষ্টিতে হালকা কিন্তু এ ধরণের স্মৃতিকথা পড়তে ভালো পাই।
এক ইন্দোনেশিয়ান মেয়ের সাথে পরিচয়ের কাহিনী
লেখক : আরাফাত৫২৯
সময়: ০১ লা এপ্রিল, ২০২২ রাত ২:৪৬
নির্বার্চনের কারণ: এটিও আসলে এক ধরণের স্মৃতিকথা। ভালো লেগেছে লেখার সাবলীলতা, ছোট ছোট তথ্য, ভিন্ন দেশের নির্মল পরিবেশ, সব মিলিয়ে উপভোগ্য লেখা।
মহামতি টাকা৷!!
লেখক : নূর মোহাম্মদ নূরু
সময়: ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৮
নির্বার্চনের কারণ: জগতের সবচেয়ে শক্তিশালী বিষয়টাকে ছড়ার মাধ্যমে তুলে ধরেছেন।
তুফান
লেখক : মহাজাগতিক চিন্তা
সময়: ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭
নির্বার্চনের কারণ: আমরা অনেক সময়ই যা চাই, তা পাই না। সেই আকুলতাই লেখায় ফুটে উঠেছে।
জুম্মা নামাজ.......
লেখক : জুল ভার্ন
সময়: ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩
নির্বার্চনের কারণ: ব্লগের অন্যতম বর্ষীয়ান ব্লগার। ভালো বিষয়বস্তু নিয়ে লিখেন। তবে চাঁদগাজী বিষয়ে উনার কিছু প্রতিমন্তব্য উনার শিক্ষা, মননশীলতার সাথে যায় না।
দূরন্ত কৈশোর - ০৬
লেখক : মরুভূমির জলদস্যু
সময়: ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩
নির্বার্চনের কারণ: আমার অত্যন্ত পছন্দের সময় নিয়ে ব্লগ করেছেন। বিষয় বৈচিত্র থাকে তাঁর ব্লগে। শিরোনামের বানানটা ঠিক করার অনুরোধ থাকল।
শনিবারের চিঠি - ১১ / বডি শেমিং
লেখক : সাজিদ উল হক আবির
সময়: ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩
নির্বার্চনের কারণ: অমিত সম্ভাবনাময়, বলিষ্ঠ লেখক। তবে খানিকটা আত্মগর্বী যা বয়সকালে বা সময়ের সাথে কমে আসবে। লেখায় গভীরতা থাকলেও প্রায়শই অমুক তমুকের উক্তিতে ভারাক্রান্ত থাকে।
অকাল প্রয়াত হাসান আরিফ
লেখক : রোকসানা লেইস
সময়: ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৮
নির্বার্চনের কারণ: আমার অত্যন্ত পছন্দের একজন ব্লগার। সুনির্দিষ্ট বিষয়ে খুবই গুছিয়ে লিখেন।
পবিত্র রমজান মাসের শুভেচ্ছা
লেখক : ঠাকুরমাহমুদ
০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৩
নির্বার্চনের কারণ: আমার অত্যন্ত পছন্দের একজন ব্লগার। অতীব সজ্জন একজন। সময় দেখা মানুষ, যা সবসময়ই তার লেখায় ফুটে উঠে।
লিচু, তরমুজেও বাটপারি
লেখক : প্রামানিক
০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৫৭
নির্বার্চনের কারণ: সমাজে ঘটমান অসংগতি চনৎকার ভাবে ছড়ায় তুলে এনেছেন।
এটা মূলত একটি পরীক্ষামূলক পোস্ট। ইচ্ছা ছিল পুরো সপ্তাহেরটা তুলে ধরার। সময় সল্পতায় ও কর্মব্যস্ততায় একদিনের বেশি পেরে উঠলাম না। বাকিটাও করার ইচ্ছা রইল। ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন।
বি:দ্র: মন্তব্যে গালি-তালি উভয়ে সাদরে গৃহীত। তবে আমি ইট খেলে, রকেট মেরে অভ্যস্ত।(তাই বলে আমি হামাসের কেউ নই)। তাই প্রস্তুতি নিয়ে আসা ভালো।
উৎসর্গ প্রাপক :ব্লগের সাদাবাড়িতে থাকা রাষ্ট্রপতি
উৎসর্গ প্রেরক : টং চা দোকানের হাউ কাউ জনগণের একজন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩