ষ্টিভ জবসের ১১ কথা -
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১.আপনি সামনে দেখতে পাওয়া ডট গুলোর মধ্যে যোগাযোগ ঘটাতে পারবেন না, যেটা আপনি পারবেন আপনার পেছনের ডটগুলোর মধে। তাই আপনাকে বিশ্বাস রাখতে হবে সামনে দেখতে পাওয়া সুযোগ গুলো কোন না কোন ভাবে আপনার ভবিষ্যতের সুযোগ সৃষ্টি করবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার কার্যক্ষমতা,লক্ষ্য,জীবন যা কিছু আপনার আছে তার উপর।
২.ক্রিয়েটিভিটি হলো শুধুমাত্র যোগসূত্র স্থাপন করা। আপনি যখন কোন ক্রিয়েটিভ মানুষের কাছে জানতে চান তারা কিভাবে এত কিছু করেছে,তারা কিছুটা হলেও অপরাধ বোধ করে কারন তারা সত্যিকার অর্থেই কোন কিছু করেনি,তারা শুধুমাত্র কোন কিছু দেখতে পেয়েছিল। যেটা পরবর্তীতে তাদের জন্য অবশ্যম্ভাবী কাজ হয়ে গিয়েছিল।
৩.এক সময় আমাকে মরতে হবে এটাই আমাকে সবচেয়ে বেশী সহায়তা করেছে হেরে যাবার ভয় কে অনায়াসে পাশ কাটাতে, কারন আমার নতুন কিছুু হারাবার নেই,আমি হেরেই আছি। অতএব হৃদয়ের কথা না শোনার কোন কারন দেখি না।
৪.আপনার কর্ম আপনার জীবনের বৃহত্তম অংশ দখল করে থাকে,আপনি মন থেকে যে কাজকে ভালো বলে বিশ্বাস করতে পারেন তাই করুন আপনি সন্তুষ্ট হতে পারবেন।আর ভালো কাজ তখনই করতে পারবেন যে কাজকে আপনি ভালোবাসেন। যদি এখনও পর্যন্ত সে কাজের খোজ না পেয়ে থাকেন, খুজতে থাকুন, যখন পাবেন আপনার হৃদয় জানাবে এ কাজটিকেই আপনি খুজছিলেন।
৫.অনেক ধনী মানুষ হয়ে কবরে শুয়ে থাকাটা আমার কাছে গুরুত্বপূর্ন কোন কিছু মনে হয় না,তারচেয়ে প্রতিরাতে ঘুমাতে যাবার আগে আমি দারুন কিছু করেছি এটা বলতে পারাটা অনেক বেশী গুরুত্বপূর্ন।
৬.আমি যা সব কিছু করেছি এবং যা কিছু করিনি তার জন্যে সমান ভাবে গর্বিত বোধ করি। কারন হাজার কিছুকে না বলতে পারাটাই হলো ইনোভেশন।
৭.এপল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের অন্যতম ভালো কিছুগুলোর মধ্যে অন্যতম একটি।সাফল্যে ভারী হয়ে যাওয়ার চেয়ে নতুনভাবে শুরু করার জন্য আমি আলোকিত হতে পেরেছিলাম।এই চাকরিচ্যুতি মুক্তভাবে আমার জীবনের সবচেয়ে ক্রিয়েটিভ সময়ে প্রবেশ করতে আমাকে সহায়তা করেছে।
৮.“আমি এই মহাবিশ্বে একটি কাজ রেখে যেতে চাই।”
৯.আমার ১৭ বছর বয়সে পড়া একটি বাক্য“আজক্রে দিনটাই তোমার জীবনের শেষ দিন ভেবে নাও,তবে তুমি সঠিক কাজটি করতে পারবে” আমাকে ভীষন ভাবে আলোড়িত করেছিল যা তখন থেকে আমাকে গত ৩৩ বছর ধরে সমান ভাবে আলোড়িত করেছে,আমি প্রতি সকালে আয়নায় তাকিয়ে ভাবি,“আজ যদি আমার জীবনের শেষে দিন হতো,তবে আজ যা করবো ঠিক করেছি তাই কি আজও করতাম ?”
১০.কাষ্টমার কি চায়,কাষ্টমারকে জিজ্ঞেস করে তারপর আপনি তাদের সেটা দিতে পারবেন না।কারন আপনি তা বানানোর জন্য যে সময় নিবের তারমধ্যে তারা নতুন কিছু চাইতে শুরু করেছে।
১১.আপনার জীবনের সময় নির্দিষ্ট,তাই অন্যকারোর জীবন যাপন করতে যেয়ে সেটা নষ্ট করবেন না। অন্য মানুষদের ধারনা এবং মতামতের ফাদেঁ পা দিয়ে আপনার ভেতরে আহবান কে অবহেলা করবেন না।
৬টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন