আপনার রক্তের গ্রুপ আপনার ব্যক্তিত্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রক্তের গ্রুপের ভিন্নতা মানুষের আলাদা আলাদা ব্যক্তিত্ব ব্যাখ্যা করে এ ধারনার কোন বৈজ্ঞানিক প্রমান নেই, যদিও জাপানের মতো দেশে মানুষের রক্তের গ্রুপ বেশ তাৎপর্যপূর্ন। জাপানে মানুষ ভালোবাসার ক্ষেত্রে রক্তের গ্রুপ কে প্রাধান্য দিয়ে থাকে। তাদের অনলাইন ডেটিং প্রোফাইলগুলোতে নির্দিষ্ট রক্তের গ্রুপ হিসেব করে ডেটিং পর্যন্ত নির্ধারন করা হয়।
গ্রুপ ও-
১.ও গ্রুপের মানুষেরা আতœবিশ্বাসী এবং নিজের পরিচিত পরিবেশে বেশ জনপ্রিয়।
২.ক্রিয়েটিভ এবং সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকেন।
৩.বেশ গোছানো,অবিচল এবং দৃঢ় মানসিকতার কারনে নিজের লক্ষ্যে পৌছাতে পারেন।
৪.নেতৃত্ব দেবার ক্ষমতা আছে আপনার।
৫.ভালোবাসার ক্ষেত্রে ও এবং এবি গ্রুপ আপনার জন্য যথার্থ।
৬.সামাজিক নিয়মনীতি প্রতি শ্রদ্ধাশীল।
৭.তাদের কাছে জব যখন ভালো না লাগে অনায়াসে ছেড়ে দিতে পারেন যদিও পরিবর্তন তাদের তেমন ভালো লাগে না।
৮.ভবিষ্যতের ক্ষেত্রে এরা বেশ আশাবাদী হয়।
৯.খুব অল্পতে রেগে যাবার প্রবনতা আছে এদের।অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এরা বেশ শান্ত এবং রক্ষনশীল।
১০.হৃদয়ঘটিত বিষয়ে কষ্ট পেলে সেটা কাটিয়ে উঠতে অনেক সময়ে লাগে।
১১.অত্যন্ত দায়িত্বশীল।
১২.তারা সে শখ গুলোকে বেছে নেন যেগুলো তাদের মানসিক চাপমুক্ত হতে সহায়তা করে।
গ্রুপ এ-
১.বাইরে থেকে এ গ্রুপের মানুষের বেশ শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এরা বেশ মানসিক অস্থিরতায় ভোগে।
২.পারফেকশনিষ্ট,লাজুক এবং বেশ সেনসিটিভ
৩.এরা সাধারনত অর্ন্তমূখী স্বভাবের হয়ে থাকে।
৪.ভালো শ্রোতা,চারপাশের পরিবেশ এবং রঙের ক্ষেত্রে বেশ সেনসিটিভ।
৫.এরা বেশ ফ্যাশন ক্ষেত্রে বেশ সচেতন তবে সেটা যথাযথ মাত্রা বজায় রেখে।
৬.এরা বেশ রোমান্টিক এবং প্রায়শই ফ্যান্টাসির জগতে ডুবে যেতে ভালোবাসেন।
৭.ভালোবাসার জন্য এ এবং এবি গ্রুপ সঠিক বাছাই হবে।
৮.ক্যারিয়ারের ক্ষেত্রে একাউনন্টেন্ট,অর্থনীতিবীদ,লেখক,কম্পিউটার প্রোগামার ভালো,গসিপ কলামিষ্ট ভালো।
৯.সিদ্ধান্ত নেবার বেলায় বেশ সাবধানী।
১০.সামাজিক নিয়মনীতির খুব বেশী ধার ধারেন না।
১১.অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এরা ভেতরে ভেতরে খুব রেগে গেলেও বাইরে বেশ শান্ত থাকতে পারেন।
১২.অন্যের আদেশ মানতে পছন্দ করেন না।
১৩.অতীতের কোন অপ্রিয় বিষয় ভুলে যেতে এরা বেশ সচেষ্ট থাকে।
গ্রুপ বি-
১.এ গ্রুপের মানুষ জীবনের ক্ষেত্রে লক্ষ্য নির্ধারন করে চলতে ভালোবাসেন।
২.বর্হিমুখী এবং হৈচৈ করতে ভালোবাসেন।
৩.মানুষকে বুঝতে পারেন এবং প্রয়োজনে সহজেই সহযোগীতার হাত বাড়িতে দেন।
৪.এদের কে বেশ ক্রিটিক্যাল মনে হলেও ছোট খাট বিষয়ে এরা খুব একটা ধরে রাখেন না।
৫.তারা সাতন্ত্র্য বৈশিষ্টের অধিকারী তাই অনেকেই নিজের জীবনের পথ নিজেই তৈরি করেন।
৬.দৃঢ় মানসিকতার অধিকারী এবং জীবনের ক্ষেত্রে বেশ আশাবাদী।
৭.ভালোবাসার ক্ষেত্রে বি এবং এবি গ্রুপ যথাযথ।
৮.ক্যারিয়ারের ক্ষেত্রে পছন্দ হতে পারে সেনাবাহিনী,টক শো হোস্ট,সাংবাদিক।
৯.অন্যের নির্দেশ মেনে চলতে পছন্দ করেন না।
১০.সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এরা বেশ দ্রুত সিদ্ধান্ত নিতে চান।
১১.স্বভাবে বেশ অধৈর্য। সহজেই নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন।
১২.ক্রিয়েটিভ এবং নতুন নতুন আইডিয়া দিতে পারেন।
১৩.খুব বেশী দায়িত্ব নিতে পছন্দ করেন না।
গ্রুপ এবি-
১.এই গ্রুপের মানুষেরা গ্রুপ এ এবং গ্রুপ বি দুই গ্রুপের বৈশিষ্ট্য ধারন করে আছেন।
২.এরা একই সাথে লাজুক এবং বর্হিমুখী, দ্বিধান্বিত এবং আতœবিশ্বাসী।
৩.এরা যুক্তি মেনে চলে এবং অবিচলতার সাথে সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে।
৪.সাধারনত মানুষ হিসেবে এরা বিশ্বাসী এবং অন্যকে সাহায্য করতে পছন্দ করে।
৫.এরা বেশ শান্ত এবং মনোযোগী,এদের বুদ্ধিমত্তা প্রশংসা করার মতো।
৬.ভালোবাসার ক্ষেত্রে এবি যে কোন গ্রুপ থেকেই বেছে নিতে পারেন।
৭.ক্যারিয়ারের ক্ষেত্রে আইনজীবী,শিক্ষক,বিক্রয় প্রতিনিধি এবং সোস্যাল ওয়ার্কার ভালো হবে।
৮.এরা রোমান্টিক এবং বেশ আবেগী।
৯.অতীত এদের আবেগের বড় একটা স্থান দখল করে থাকে।
১০.কঠোর পরিশ্রমী।
তবে আপনার রক্তের গ্রুপ যেটাই হোক না কেন থেকেও মানুষ হিসেবে আপনি কেমন সেটাই আসল বিষয়।
৯টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন