কখন আপনি বুঝবেন এবার আপনার নতুন চাকুরী র জন্য চেষ্টা করা উচিত ঃ
১.বর্তমান প্রফেশান ভালো লাগছে না - যখন আপনার বর্তমান কাজটি কে আপনার আর ভালো লাগছে না।আগে একই কাজ করতে যতটুকু আনন্দ পেতেন এখন আর সেই ভালোলাগার অনুভূতি কাজ করে না।দিনের পর দিন শুধু করে যেতে হয় বলেই করছেন।মনে রাখবেন কাজের মধ্যে ভালোলাগা না থাকলে সে কাজে নতুন কিছু দেয়ার চেষ্টা থাকে না,তাই নিজের ক্যারিয়ারের উন্নতির সম্ভাবনাও কমে যায়।
২.কাজের পরিবেশ সহায়ক না- আমরা দিনের একটা বড় সময় অফিসে কাটাই,তাই কাজের পরিবেশটা যদি ভালো লাগার মতো হয় তবে যত চাপের মধ্যেই কাজ করুন না কেন,কাজের মধ্যে ভালো লাগা থাকে।আপনার অফিসের কাজের পরিবেশ,আপনার সহকর্মীদের আচরন যদি আপনার জন্য সহায়ক না হয় তবে সেখানে কাজ করা খুব কঠিন।
৩.কোন উন্নতি নেই Ñএকই অফিসে হলো অনেকদিন কাজ করছেন,ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন কিন্তু কোন পদোন্নতি হচ্ছে না অথবা আপনার পদোন্নতি হবার মতো কোন সুযোগ আর নেই।আপনার জব বদলানো উচিত।
৪.প্রচন্ড মানসিক চাপ- সব অফিসেই কম বেশী কাজের চাপ,মানসিক চাপ থাকে কিন্তু তা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়,যদি দিনের পর দিন,মাসের পর মাস এভাবেই কাটাতে কাটাতে ,আপনি সারাক্ষনই প্রচন্ড চাপ এর মধ্যে থাকেন এবং আপনার নিজেকে সারাক্ষনই ক্লান্ত আর অসুস্থ মনে হয় তাহলে আপনার এবার নতুন কোথাও চেষ্টা করাা উচিত। বেচে থাকার জন্যে শারিরীক এবং মানসিক সুস্থতা জরুরী,আপনি নিজে যদি সুস্থ থাকতে না পারেন তবে বেচে থাকবেন কি করে আর কাজই বা করবেন কার জন্যে।
৫.অফিসের নির্দিষ্ট কোন টাইম টেবল নেই- অনেক অফিস আছে যারা কাজের সময়টুকু আর ব্যক্তিগত সময়টুকু আলাদা করতে দেখে না,অফিসের নির্দিষ্ট সময়সূচী মানে না,আপনার অফিস টাইম ৯-৬টা কিন্তু আপনাকে প্রতিদিন কাজ করতে হয় রাত ১০টা পর্যন্ত এবং তারপরও দেখছেন আপনার ক্যারিয়ারের কোন উন্নতি নেই।আপনি আর কেন অপেক্ষা করবেন।
৬.আপনি তেল মারতে পারেন না-আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু অন্য কেউ পরিশ্রম না করেও শুধু বসদের তেল দিয়ে দিয়ে ঠিকই নিজের ক্যারিয়ারের উন্নতি করছে,আর আপনি তেল মারতে পারেন না এবং ্এটা আপনাকে দিয়ে সম্ভব ও নয় বলে আপনার ক্যারিয়ারের কোন উন্নতি হচ্ছে না।
আপনি হয়তো ভাবছেন বলা সহজ কিন্তু জব পাওয়া সহজ না, কিন্তু চেষ্টাটা শুরু করা উচিত আপনার এখন থেকেই,হয়তো একটু সময় লাগবে কিন্তু পেয়ে যাবেন নিশ্চই। কারন আপনি যখন দেখতে পাচ্ছেন এখানে আপনার কোন সম্ভাবনা নেই,ভালো লাগা নেই আপনি কেন নতুন উদ্যমে শুরু করবেন না। আপনার ভালো লাগার মতো করে বেচে থাকার ,কাজ করার অধিকার যেমন আপনার আছে সেই ক্ষমতাও আছে ,আপনি শুধু আপনার সঠিক নতুন জায়গাটা খুজে নিন।