রাজনৈতিক ধান্দা, বাংলাদেশের মানুষের একটি বিশেষ ধান্দা।
এই ধান্দায় জড়িত দেশের প্রায় ৮০ থেকে ৯০ ভাগ মানুষ।
উপকারেও আসে অনেকের।
কেউ কেউ রাতারাতি, চোখের সম্মুখে রাজপতি থেকে কোটিপতি।
প্রথমে পায়ে হাঁটে, তারপর রিক্সা থেকে ধীরে ধীরে পাজারো।
আমরাও যারা সাধারণ মানুষ তারাও ঐ সব রাজপতি, কোটিপতিদের দিকে চেয়ে থাকি।
দেশও চলে ওদের কথায়। কারণ ওরা রাজনীতি করে আবার কোটির নীতিও করে।
হয়তো বা এ কারণেই রাজপথ বলুন আর পাড়া মহল্লার গলিপথই বলুন আজ কলুষিত হানাহানি, খুন খারাবীতে।
ওদের কথায় মানুষ উঠে-বসে।
ওরা হুংকার দিলে প্রশাসন নড়ে-চড়ে বসে।
ওদের আঙ্গুলের ইশারায় মানুষের রক্ত ঝরে, খুন হয়।
প্রশাসন সেই খুনীকে আর শনাক্ত করতে পারে না কোটির জোরে, রাজপতিদের হস্তক্ষেপে।
খুনীরা লুকিয়ে থাকে কোটিপতিদের পায়ের নিচে।
বড় বেশি অসহায় এই দেশ। দেশের মানুষ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ।
কোথাও কোথাও মুক্তিযোদ্ধারা হয়েগেছে স্বাধীনতা বিরোধী।
আবার আলবদর, রাজাকার, আল সামসরাও আজ কোটির জোরে দেশের হর্তা-কর্তা।
হায় দেশ, হায় রাজনীতি।
এই লজ্জা লোকাবে কোথায়?
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮