গতকাল রাতে (১৭.১০.১০) টেলিভিশনে একটি নাটক দেখলাম। নাটকটির কাহিনী এরকম--এক সুন্দরী রমণীকে প্রেমের ফাঁদে ফেলে যুবক অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে। অন্তরঙ্গ মুহূর্ত ভিডিওতে ধারণ করে তাকে দিয়ে অনেক কিছুই করিয়ে শেষ পর্যায়ে সে পালিয়ে যায়। সুন্দরী রমণী এখন বে-কায়দায়। পেটে বাচ্চা। শেষে একজনকে ভাড়া করে ওকে মারতে এবং সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। কিন্তু ওই লোককে খোঁজতে গিয়ে ভাড়া করা লোকের সাথে শখ্যতা গড়ে উঠে এবং সবকিছু জেনেও শেষ পর্যন্ত দুজন সিদ্ধান্ত নেয় বিয়ে করার। কিন্তু বিয়ের পর বাচ্চা হলে লোকটি আর ওই বাচ্চাকে মেনে নিতে পারে না।
নাটকের কাহিনী বলে অবান্তরই মনে হয় এই ক্যাচক্যাচানি করলাম।
কারণ নাটকে সমাজের অনেক বাস্তবতা তুলে ধরা হয়েছে।
আসল ঘটনায় আসি, গত কয়েকদিন আগে আমার এক বন্ধুবর আমাকে একটি ভিডিও সিডি দিয়ে বলল, বন্ধু সিডিটি ভালো করে দেখে আমাকে জানিও।
সিডি দেখে আমার আর প্রতিক্রিয়া জানানোর ইচ্ছে জাগে নি। বন্ধু ফোন করে জানতে চায়, কি দেখলা বন্ধু।
কি আর দেখবো, এক নায়িকার অন্তরঙ্গ মুহূর্ত ভিডিওতে ধারন করে প্রতারণা।
বন্ধুটি হাসে, তাহলে নায়িকারা এভাবে অন্তরঙ্গ মুহূর্তও পালন করে বুঝি?
বন্ধুটির অট্টহাসি।
আমি আর কিছু বলি না। কারণ সমাজটা অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে।
নায়িকারা টাকা আর প্রতিষ্ঠার প্রয়োজনে একি করছে? তাদের কি করা উচিৎ আর তারা করছে কি?
এই দেশ, এই জাতিকে নাটক, সিনেমা দিয়ে তারা পথ দেখবে, আলোর পথ। কিন্তু তারা...
বেশ্যা আর কাদের বলে।
ভাবতে কষ্ট হয়, আমাদের আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে?
রাতে ঘুমুতে পারি না।
বারবার মনে হয়, আমরা কোথায় যাচ্ছি। কোন পথে এগুচ্ছি আমরা।
কারা আমাদের পথপ্রদর্শক?
সরকার মহাশয়, কিছু একটা করুন।
এই দেশ, এই জাতিকে বাঁচাতে।
আমাগী প্রজন্মকে বাঁচাতে।