গত কয়েকদিন আগে আমার এক বন্ধুবর ব্লগার খুব আক্ষেপ করে বললেন, ব্লগের অবস্থা খুব খারাপ। কারণ এখানে আস্তিক আর নাস্তিকরা এখন খুবই বাজে ভাষায় লেখালেখি করছেন। কেউ কেউ ভাষায় শক্তি প্রয়োগ করতে গিয়ে ইতর ভাষাও নাকি ব্যবহার করছেন।
এ ক্ষেত্রে একজন আস্তিক ব্লগারের লেখায় একজন নাস্তিক মন্তব্য করতে গিয়ে ব্লগারের ছবির প্রসঙ্গ টেনে এনেছেন।
টেনে এনেছেন ব্লগারের চেহারার সৌন্দর্যের প্রসঙ্গটিও। আর ব্লগারও এই মন্তব্যের জবাব দিতে গিয়ে নাস্তিক ব্লগারের মা-বোনের প্রসঙ্গও টেনে এনেছেন।
আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ব্লগে কি আমরা যা ইচ্ছে তাই লিখতে পারবো? মন্তব্য করতে পারবো?
ব্লগের কি কোন অভিভাবক নেই?
মডারেটর শব্দ বলতে তাহলে কি বোঝায়?
আমার ইশ্বরে বিশ্বাস নেই। এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারটি আমার চিন্তা-চেতনায়, কাজে-কর্মে, লেখালেখিতে প্রভাব বিস্তার করবেই। এটা স্বাভাবিক একটি ঘটনা।
আবার অন্যদিকে ইশ্বরে বিশ্বাসীরাও তাদের প্রতিটি কাজে-কর্মে অস্তিত্ববাদ তথা ইশ্বরের প্রসঙ্গ আনবেনই।
আর এক্ষেত্রে প্রতিটি প্রসঙ্গের যৌক্তিকভাবে মন্তব্য, প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আমার মনে হয় প্রতিটি শিক্ষিত, ভদ্র ব্লগারের উচিত এবং কর্তব্য। এটা একজন ব্লগারের নৈতিক দায়িত্বও বটে।
কিন্তু ভদ্র ব্লগারদের দ্বারা আজ ব্লগে একি হচ্ছে? তারা ইতর ভাষা প্রয়োগ করছেন, মা-বোনের প্রসঙ্গ টানছেন, কিন্তু কেন?
আমরা কি তাহলে ধরে নেবো, আজকের এই ভদ্র ব্লগাররা ইতর ভাষা রপ্ত করেছেন বেশ ভালো ভাবেই।