আপনি কোন সফটওয়ারের সিরিয়াল খুজে হয়রান, মাগার খুইজা পাইতেছেন না। আবার টেকাও নাই যে কিনবেন। আর থাকলেও কিনার ইচ্ছা নাই। তাই মনে মনে সে সফটওয়ারের ক্র্যাক বা কিজেন খুজতেছেন। কি্ন্তু পাইবেন কিভাবে!
হ্যা আপনি এই ক্র্যাক বা কিজেন আপনার প্রিয় গুগল সার্চেই পেতে পারেন একটু বুদ্ধি করে। আপনি যে সফটওয়ারের ক্র্যাক বা কিজেন চাইছেন সে সফটওয়ারের নাম লিখে শেষে শুধু FBR94 এই কোড টা এড করে সার্চ দিন।
ব্যাস, গুগল ক্র্যাকের লাইন খাড়া করে দিবে আপনার সামনে।
তবে আপনার পিসির এন্টিভাইরাস কাম না করলে ভাইরাসে আপনার পিসিতে নাচা নাচি করলে আমি কিন্তু দায়ী না।
বিষয়টা নিয়ে এখনোও খটকা থাকলে নিচের ছবিটা বড় করে দেখেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৬