যাই হোক আমি WinRAR এর একটি ফিচার নিয়ে বলবো। যারা এটি জানেন তারা জানেন ই, আর যারা জানেন না তাদের জন্য ফিচারটি আশা করি কাজে আসবে।
কখনোও কখনোও কোন একটি ফাইল বা ফোল্ডারকে কয়েকটি ভাগে ভাগ কার প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি একটি ভিডিওকে Esnips এ আপলোড করে রাখতে চান। কিন্তু ভিডিওটির সাইজ হলো ২০০ এমবি। ইস্নিপ্সের শর্ত হলো যে ফাইলটি আপলোড করবেন সেটির সাইজ হতে হবে ১০০ এমবি আর ZIP & RAR ফাইল হলে ৫০ এমবির মধ্যে হতে হবে।
সুতরাং আপনার ফাইলটি আপলোড করতে হলে আপনাকে সে ফাইলটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে।
আপনার পিসিতে যদি WinRAR ইনস্টল করা থাকে তাহলে প্রথমে আপনি যে ফাইলটি কে আর্কাইভ বানাবেন সেটার উপর রাইট ক্লিক করে Add to archive... তে ক্লিক করুন।
যেমন:
তার পরে নিচের ছবির মত উইন্ডো আসলে, সেখানে Split to volumes,bytes এর নিচের বক্সে কত মেগা করে আর্কাইভ বানাতে চান, তা কেবি তে লিখুন।
যেমন:
এবার ওকে তে ক্লিক করলেই হয়ে গেল।
আবার যখন আপনি Extract করতে চাইবেন, তখন সব গুলো পার্টকে একটি ফোল্ডারে রেখে যে কোন একটা ফাইল Extract করলেই অরিজিনাল ফাইলটা পেয়ে যাবেন।
আর্কাইভ করা ফাইলের কোন একটা পার্টকে অন্য ফোল্ডারে রিমুভ করে নিয়ে গেলে বা রিনেম করলে Extract ফেইল দেখাবে।
যেমন:
এ ক্ষেত্রে ব্রাউজ করে যে পার্ট টি চাইছে তা দেখিয়ে দিতে হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৯ রাত ২:১৬