পোষ্ট করার কিছুক্ষনের মধ্যেই সেই পোষ্ট টপ রেটেড এ আইসা গেল। (বলেন মাশাল্লাহ)
বুঝা গেল যে এই গংদের সদস্য অনেক। এটাই বা কিভাবে বলা যায়? অন্য ভাবে ভাবলে বলতে পারি এক জনের ডজন করে নিক নিয়ে রেটিং করেছে।
যাই হোক, সেই পোষ্ট দিয়ে গং দের সেরা সদস্যরা বেশ মজা করেছে গতকাল ঈদের দিনে। তাদের ঈদটা ভালই কেটেছে বুঝা গেল। কিন্তু একটা কথা ওরা ভাবে নাই যে এই পোষ্টের মাধ্যমে নিজেদের দূর্বলতার প্রকাশ ঘটিয়েছে।
একজন ব্লগার যে কোন ধরনের পোষ্ট দিতে পারেন। সেটা নিয়ে আমরা কেন এত লাফা লাফি করবো। হ্যা লফা লাফি করবো যদি সে আপত্বিকর কিছু করে তাহলে।
>কিন্তু নূরে আলম কি কাউকে কোনদিন গালি দিয়েছে?
>সেকি কখনো রাজাকারি দেখিয়েছে?
>ব্যাক্তি আক্রমনাত্বক পোষ্ট দিয়েছে?
এই প্রশ্ন গুলোর উত্বর অব্যশই না আসবে। (গং সদস্যদের ছারা) তাহলে এই লোকটার পিছনে কেন চুইনগামের মত লেগে আছে? এটা কি তাদের দূর্বলতা নয়?
গং সদস্যরা তার চশমা নিয়া বাজে কথা বলে। এটার কি কোন প্রয়োজন আছে। তাকে উত্বক্ত করায় ব্লক করার কারনে যদি কেউ তাকে আবাল, ইরানী, ছাগল, চড়ুই বলে থাকে , তাহলে যারা নাম দিয়েছে তারা হল বড় ছাগল। কেননা শুধু মাত্র পোষ্ট ভাল লাগে না বলে বা ব্লক করার কারে তারা তার এই ধরনের নাম দেয়।
তারা হল জীর্ণ মনের মানুষ। তারা হল অপূর্ণ মানুষ। তারা হল ...............মানুষ। আল্লাহ এদেরকে হেদায়েত করুক।