তেল দিয়ে ভাজি কৈ
তেল দিয়ে ভাজি শাক
তেল ভাজি অনেক কিছু
তেলা মাথায় তেল দিয়ে অনেক নিয়েছি পিছু।
সরিষায় তেল, সয়াবিনে তেল
তেল আছে বাদামে
কথায় যে তেল আছে জানি মোরা ক জনে?
তেলেই চলে সমাজ
তেলেই চলে রাজনীতি
তেলেই গড়ে উঠে সম্পর্কের স্ফীতি।
কথার কথাতেই কত তেল হয় নিঃসরণ,
তাতেই ভিজে নিরাকার হয় কতজন।
তেলেই যাদু, তেলেই মধু
তেলেতেই সুরাসুর।
তেলেই পটে প্রেম-প্রেমিকা
তেলেই পটে নেতা।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭