আধুনিকতা কি রাতের পেঁচা হয়ে দিনের আলোকে হারানো?
আধুনিকতা কি নিজ ধর্মীয়/সামাজিক মুল্যবোধ ত্যাগ করে হাটুর উপরে ফুটবলীয় প্যান্ট পরা?
আধুনিকতা কি প্যাচ প্যাচ করে মুখে রেখে স্টাইলে কথা বলা?
আধুনিকতা কি বাংলা-ইংলিশ-হিন্দির কথার খিচুড়ি।
আধুনিকতা কি দুই আঙ্গুলের ফাঁকে ধোঁয়ার কুন্ডলী?
আধুনিকতা কি বোতল খেয়ে ইন্দ্রিয়কে হানি।
আধুনিকতা কি ডজনে ডজনে গার্ল ফ্রেন্ড
আধুনিকতা কি সেন্ট মেরে ৩ মাস পরা প্যান্ট।
আধুনিকতা বাবা-মায়ের সামনে দম্ব করে কথা বলা
আধুনিকতা কি শিক্ষক-গুরুজনকে তুচ্ছ মনে করা।
আধুনিকতা কি সবুজ ত্যাগ করে নগর দেয়ালে বন্ধী,
আধুনিকতা কি ভোগাবাদীতে পুঁজিবাদের সন্ধি।
.।.।.।.।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪