প্যারাডক্স, এর শুদ্ধ বাংলা জানিনা, তবে সোজা
বাংলায় বলতে গেলে এরঅর্থ হবে বিভ্রান্তি। বিভ্রান্তি
আছে সবজায়গায়। প্রচলিত “ডিম আগে নামুরগি আগে”এর
মত বিভ্রান্তি থেকে শুরু করে আছে “এলবার্ট প্যারাডক্স”,
যা থেকে এসেছে ক্রমবর্ধমান বিশ্বের থিওরী, পতন
হয়েছিল নিউটনের ক্ল্যাসিক মহাবিশ্বের ধারনা। যাই
হোক শুরু করি, আমাদের সবার পরিচিত একটি প্যারাডক্স
দিয়ে সেটা হল, ডিম আগে না মুরগি আগে। যদি ডিম আগে
আসে তাহলে প্রশ্ন হল সেই ডিমটি কে পাড়ল, আর যদি
মুরগি আসে তাহলে সে ডিমটি কোন মুরগি পাড়ল। খুবই
জটিল বিভ্রান্তি, কয়জন সমাধান করতে পেরেছেন হাত
তুলেন। কম্পু বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে এই রকম ১টি
বিভ্রান্তিতে আমিও পরেছিলাম,সেটিহল কম্পাইলার
(যেটি দিয়ে অনান্য সফটয়্যার তৈরি করা হয়) আসলো
কোথা থেকে। প্রত্যেকটি কম্পাইলারই ১টি প্রোগ্রাম, তার
মানে সেই কম্পাইলারটিও অন্য কোন কম্পাইলার দিয়ে
তৈরি করা হয়েছে। তাহলে প্রথম কম্পাইলারটি আসলো
কিভাবে। অবশেষে উইকিতে আমার এই জটিল সমস্যার
সমাধান পেলাম।
টাইম ম্যাশিন কল্পবিজ্ঞানের অনেক বড় ১টি জায়গাদখল
করে আছে।সেই টাইমম্যাশিন নিয়েওআছে প্যারাডক্স।
শুরুতে গ্র্যান্ডফাদারপ্যারাডক্স। ধরুন, কোন একজন লোক
টাইম ট্রাভেলকরতে সক্ষমহলেন, চলেগেলেন অতীতে।
সেখানে তিনিতার দাদাকেখুন করলেনতার বাবারজন্ম
হবার আগেই।তার মানে,তার বাবাএবং তিনিনিজে
জন্মগ্রহন করতে পারতেন না (আরঅতীতে গিয়েখুন করা
তো দূরেরব্যাপার)।তার দাদাবেঁচে গেলেন,সেই
লোকটিও জন্মগ্রহনকরল এবংঅতীতে গিয়েতার দাদাকে
খুন করলেন।প্যাঁচ লাগিয়েফেললাম ।যদিও বিজ্ঞানীরা
তার সমাধানদিয়েছেন। সেটা হল মাল্টিভার্স বা
সমান্তরাল মহাবিশ্ব।
আরেকটি প্যারাডক্স, আমার খুব প্রিয়,সেটি হচ্ছে
“প্রিডেস্টিনেশান প্যারাডক্স”।এর মুলকথা হচ্ছে,
“নিয়তিকে কখনোই বদলানো যায় না”করিম সাহেব,
জ্যোতষী টিয়াপাখির (পলঅক্টোপাস নয়কিন্তু) মাধ্যমে
জানতে পারলেন,হার্ট অ্যাটাকেতার মৃত্যুহবে। শুনে
তিনি সিদ্ধান্তনিলেন, ব্যয়ামকরে অতিরিক্তওজন
কমাবেন - হার্টঅ্যাটাকের ঝুকি কমানোর জন্য। বলা
বাহুল্য, অতিরিক্তব্যয়ামের কারনে তিনি হার্ট অ্যাটাক
করেন। ভবিষত্যজেনে যখননিয়তি পরিবর্তনযখন করাগেল
না, তাহলেচেস্টা করাযাক অতীতেগিয়ে নিয়তি
পরিবর্তন করাযায় কিনা।করিম সাহেবএবার গেলেন
শিকারে, সেখানেভুল করেঅন্য শিকারীতাকে শিকার
ভেবে গুলিকরে বসেন।গুলিবিদ্ধ করিম সাহেব মৃত্যু আসন্ন
জেনে টাইমট্র্যাভেল করে অতীতে ফিরে গেলেন।না,
এবার তিনিভুল করলেননা, নিজেরমৃত্যু ঠেকাতেতিনি
গুলি করলেনঅন্য শিকারীকে।কিন্তু দেখাগেল যেসেই
শিকারী হচ্ছেনঅতীতের করিমসাহেব। এখানেশিকারী
এবং গুলিবিদ্ধদুজনই একইব্যক্তি-করিমসাহেব, কিন্তুদুটি
ভিন্ন সময়েরকরিম সাহেব।এর ব্যাখ্যাওসমান্তরাল
মহাবিশ্ব। এটি খুব জনপ্রিয় ১টিপ্যারাডক্স; “অডিপাস”
গ্রিক নাটক,“হ্যারি পটার”বই, “প্রিন্সঅফ পারসিয়া”গেইম
অথবা “ডনিডার্কো”, “টার্মিনেটার” এর মত মুভিতেআছে
প্রিডেস্টিনেশান প্যারাডক্স।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭