রেজিষ্ট্রেশন এবং অনুমোদনের দীর্ঘ প্রসেস শেষ করলাম। এই কয়দিন ব্লগে বিচরণ করতে গিয়ে একটি বিষয় লক্ষ করলাম যে, উল্লেখিত দু'টি বিষয়ের ব্যাপারে সকলের ব্যাপক আগ্রহ। এর সহজ সরল কোন সমীকরণ নেই জেনেও অনবরত বিতর্ক করেই যাচ্ছে সবাই।
ধর্ম এবং রাজনীতি। আমার কাছে এই দুইটি বিষয় বড়ই জটিল মনে হয়। স্কুল জীবনে সরল অংক করতে যেমন গুলিয়ে ফেলতাম, স্যার বলতেন তুই সরল অংক সর্বশেষে উত্তর করবি। তা না হলে প্রথমে মিলাতে না পেরে সবগুলো একদম গুবলেট করে দিবি। স্যারের এই পরামর্শ বেশ ফলদায়ক হয়েছিল। এদিকে ধর্ম এবং রাজনীতি এই দু'টি বিষয় নিয়েও আমার একই অবস্থা। বেশির ভাগ ক্ষেত্রে মেনে নিই। মনে নিতে পারিনা। কিন্তু সেই স্যারের মত কোন ফলদায়ক টিপস আজও পেলাম না।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এর কিছু বৈশিষ্ট তুলে ধরছি। আপনাদের সাথে হয়তো মিলবেনা। তবুও আপনাদের সাথে শেয়ার করলাম।
ধর্ম : বিশ্বাসটাই প্রধান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ভাল-মন্দ, সত্য-মিথ্যা যাছাই বাছাই করার কোন অপশন নাই। এটাই শ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট। এটাই এর মূল মন্ত্র।
রাজনীতি : স্বার্থটাই প্রধান। পারিবারিক, পারিপাশ্বিক এবং সুযোগ সুবিধার উপর নির্ভরশীল। যাছাই বাছাই এর যথেষ্ট উপায় থাকলেও, তা হয় সুযোগ সুবিধার মাপকাঠিতে। সত্যটা জেনেও মিথ্যার সঙ্গে বসবাস কারাই এর মূল মন্ত্র।
আপনাদের কি মনে হয়?
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৮