টার্গেটে বিশ্বের সব থেকে বড় বাংলা ব্লগ
সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ
সামহোয়্যারইন ব্লগ ও গুগল বুকস পর্নোসাইটের তালিকায়
Major Bangla blog, Google Books on BTRC porn list
ক'দিন যাবত আমরা সকলেই লক্ষ্য করে চলেছি, সামুকে বেধে রাখার পায়তারা হচ্ছে। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছে উপরের লিঙ্কযুক্ত পত্রিকাগুলোসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমাদের লক্ষ বাঙ্গালীর অনলাইনে বাংলায় কথা বলার মাধ্যমটিকে গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে। আমাদের মুখের ভাষা কেড়ে নেয়ার ভয়প্রদর্শন করা হচ্ছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অত্যন্ত বিনীতভাবে জানতে চাই, বাংলা ভাষার সর্ববৃহত অনলাইন কমিউনিটি সামহোয়্যারইন ব্লগ বন্ধ করার চিন্তা কেন?
১. সামু না কি পর্ণ সাইট? আপনি সামুকে পর্ণ সাইট বলবেন? প্রমান করতে পারবেন যে, সামু পর্ণসাইট? পারলে দয়া করে আসুন, মুখস্ত কোনো কথায় নয়, বাস্তবে দেখিয়ে দিয়ে প্রমান করুন, সত্যিই সামু পর্ণ সাইট। আর যদি তা না পারেন, (জানি এটা কখনোই পারবেন না) তাহলে দয়া করে জবাব দিন, সামুর প্রতি এই বদনাম কেন? সামুকে বেধে রাখার প্রচেষ্টা কেন? সামুকে আটকে দেয়ার প্রয়াস কেন? সামু বধের চিন্তা কেন?
২. সামু না কি জাতীয় স্বার্থ পরিপথী কর্মকান্ডে লিপ্ত? আসলেই কি তাই? সামু জাতীয় স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত না কি দেশ এবং জাতির আলোকিত উজ্জ্বল ভবিষ্যত গড়ার স্বার্থে নিবেদিত? এটাও কি প্রমান করা যাবে? বিশ্বাস করি, এই ব্লগ সাইটটি ঘাটাঘাটি করলেই এ বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে যে, সামু জাতীয় স্বার্থ পরিপন্থী নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় অসংখ্য ক্ষেত্রে সদাসচেষ্ট।
সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ বাংলাভাষাভাষীর প্রাণের মিলনমেলা এক যুগেরও বেশি সময় ধরে তিলে তিলে গড়ে ওঠা আজকের সামহোয়্যারইন ব্লগ। কতজন যে এই ব্লগে এসে লিখতে শিখেছেন তার কি ইয়ত্তা আছে? কত মানুষ যে এখানে এসে সুখ দু:খের হিসাব নিকাষ করেন তারও কি পরিসংখ্যান আছে? লিখতে লিখতে শিখি। শিখতে শিখতে লিখে যাই জীবনের জয়গান। বাংলার আখরে পৃথিবীর দেয়ালে লিখে যাই আদি-অন্ত, আদ্যপান্ত। মনের জমিন খুঁড়ে আমরা তুলে আনি মনিমুক্তা রাশিরাশি। দেশের দুর্দিনে, জাতীয় দুর্যোগ দুর্বিপাকে আমরা সবার আগে ছুটে যাই সবখানে। আমরা রানা প্লাজার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানবতার আর্তনাদে সারা দিয়ে ছুটে গেছি। আমরা শীতার্ত মানবতার পাশে দাঁড়ানোর জন্য ছুটে যাই সুদূর উত্তর বঙ্গের বুভূক্ষ অসহায় মানুষের দুয়ারে দুয়ারে। প্রতিটি অন্যায়ের প্রতিবাদে আমরা সোচ্চার ছিলাম বরাবর। জাতীয়তা পরিচয়ে আমরা বাংলাদেশী। কিন্তু মানবতার বিচারে আমরা সারা দুনিয়ার। কোনো নির্দিষ্ট এলাকার আমরা নই। কোনো সংকীর্ণতা আমাদের আটকে রাখতে পারবে না। আমরা পৃথিবীর সন্তান। পৃথিবীবাসীর কল্যানে আমাদের চির নিবেদিত প্রাণ। জগতের আদর্শ সন্তান হতে চাই আমরা। আদর্শ মানব হতে চাই। সকল বঞ্চনা গঞ্জনার অবসান ঘটিয়ে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই বসবাসযোগ্য সুন্দর একটি পৃথিবী।
অন্যায় অনিয়ম- তা পৃথিবীর যেখানেই হোক, প্রতিবাদে আমরা সোচ্চার। সুন্দর অনুপম অনিন্দ্য কান্তিময়- যা-ই কিছু ঘটুক না কেন, পৃথিবীজুড়ে, আমরা তার পক্ষে। আমরা তাকে সাধুবাদ জানাই।
আমরা আশা করছি, সামুকে বেঁধে রাখার চিন্তা থেকে ফিরে আসবেন সম্মানিত কর্তৃপক্ষ। আশা করছি বাংলা ভাষায় কথা বলার সর্ববৃহত এই অনলাইন মাধ্যমটিকে অপবাদের খড়গ থেকে মুক্তি দেয়া হবে। এটা করা হবে- বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার মানসিকতা থেকেই- বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষীদের প্রতি কর্তৃপক্ষের যথাযথ দায়বদ্ধতা আর অপরিসীম দরদ থেকেই।
বাংলা ভাষা এগিয়ে যাক। বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়াক আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। আমাদের প্রিয় প্রাঙ্গন সামু মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। সামুর গতিরোধ করায় আমরা চিন্তিত, শঙ্কিত। উদ্বেগাকুল আমাদের হৃদয় মন। সারাক্ষন মনে হয়, কি যেন হারিয়ে ফেলেছি। কি এক শুন্যতা যেন আমাদের গ্রাস করে নিচ্ছে ক্রমশ:। কেমন যেন আপনজন হারানোর মত একটি তীব্র বেদনার তীর মনে হয়, ধীরে ধীরে বিদ্ধ করে চলেছে আমাদের শান্ত-প্রশান্ত-পরিশীলিত হৃদয়গুলো।
শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে করা যায় এমন যত ধরণের প্রতিবাদ রয়েছে- সামুকে পরিপূর্ণ মুক্ত না করে দেয়া পর্যন্ত তা অব্যাহতভাবে করে যাব। করেই যাব ইনশাআল্লাহ। আপনি সাথে আছেন তো, প্রিয় ব্লগার?
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:১০