প্রাককথন: অনেক দিন যাবতই ইচ্ছে- ছোট্টমনিদের জন্য অক্ষর পরিচয়ে ছড়ায় ছড়ায় আদর্শ কিছু কথার সমাহারে একটি সংকলন করার। আলহামদুলিল্লাহ, গত কাল প্রথম পর্ব পোস্ট করার পরে সম্মানিত বিচক্ষন ব্লগার বন্ধুদের আন্তরিক পরামর্শ, ব্যাপকভাবে পেয়ে আনন্দিত হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা।
বর্ণ পরিচয়ে এই ছড়া লেখার উদ্দেশ্য সম্পর্কে গত পর্বে বলেছিলাম- সচরাচর বাজারে যেসব বই পাওয়া যায়, মনোপুত হয় না। আমার এই প্রচেষ্টাও খুব যে ভালো কিছু হয়েছে, তাও মনে হয়নি। আসলে এটা প্রাথমিক প্রচেষ্টা। এই পর্বটিতেও পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি বিজ্ঞ কবি লেখকদের থেকে, যাতে আরও সুন্দর করে এই প্রয়াসটি সফলভাবে ছোট্টমনিদের উপহার দিতে পারি।
ঝ, ঝ-তে ঝড়,
ঝড় তুফানে আল্লাহ ডাকো,
সত্য পথে অটল থাকো।
ঞ, ঞ-তে মিঞা ভাই,
মিঞা ভাইকে সম্মান করুন,
আদর্শবান জীবন গড়ুন।
ট, ট-তে টুপি,
টুপি নবীর সুন্নতি সাজ,
টুপি পড়তে নেই কোন লাজ।
ঠ, ঠ-তে ঠিক,
ঠিক ঠিক নিয়ত চাই,
কাজে সঠিক ফল পাই।
ড, ড-তে ডান,
ডান হাতে খাবো খানা,
এটা সুন্নাত সবার জানা।
ঢ, ঢ-তে ঢাল,
অগ্নিতে রোজা ঢালসম,
জান্নাত দিবেন প্রিয়তম।
ণ, ণ-তে কল্যাণ,
কল্যাণের পথে নিত্য ধাই,
আল্লাহ পাকের দয়া পাই।
ত, ত-তে তাহাজ্জুদ,
তাহাজ্জুদে হাত উঠাই,
অশ্রু ঝড়িয়ে ক্ষমা পাই।
থ, থ-তে থোকা,
ফলের থোকা রবের দান,
আহার করে জুরাই প্রান।
দ, দ-তে দাওয়াত,
দাওয়াত রাখা পূন্য কাজ,
দাওয়াত খেতে নাহি লাজ।
ধ, ধ-তে ধোয়া,
সন্ধ্যা হলে হাত পা ধুই,
ইশার নামাজ পড়ে শুই।
ন, ন-তে নামায,
আমরা নামাজ কায়েম করি,
মসজিদে গিয়ে জামাত ধরি।
প, প-তে প্রশংসা,
প্রশংসা সব প্রভূর জন্য,
সবার যিনি স্রষ্টা অনন্য।
ফ, ফ-তে ফায়সালা,
ফায়সালা হোক কুরআন মত,
অগ্রহনীয় মত- অন্য যত।
ব, ব-তে ব্যবসা,
ব্যবসা হালাল সূদ হারাম,
সূদের অর্থে নেই আরাম।
ভ, ভ-তে ভয়,
এক আল্লাহকে ভয় করো,
আল্লাহওয়ালাদের পথ ধরো।
ম, ম-তে মক্কা মদিনা,
মক্কা মদিনার পানে যাই,
হজ্জ, উমরাহতে জীবন রাঙাই।
প্রথম পর্ব পড়তে নিচের লিঙ্ক এ ক্লিক করুন-
ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০১
শুভকামনা সকলের জন্য। সুন্দর হোক প্রত্যেকের জন্য কুয়াশাভেজা হিমশীতল আবেশে শুরু হওয়া আজকের এই দিনটি।
ছবি কৃতজ্ঞতা: গুগল।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৪৫