ছোট্টমনিদের জন্য সচরাচর বাজারে যেসব বই পাওয়া যায়, মনোপুত হয় না। আমার এই প্রচেষ্টাও খুব যে ভালো কিছু হয়েছে, তাও মনে হয়নি। আসলে এটা প্রাথমিক প্রচেষ্টা। পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি বিজ্ঞ কবি লেখকদের থেকে, যাতে আরও সুন্দর করে এই প্রয়াসটি সফলভাবে ছোট্টমনিদের উপহার দিতে পারি।
অ, অ-তে অযু,
অযু পবিত্রতার বাহন,
প্রভূর সন্তুষ্টির কারন।
আ, আ-তে আল্লাহ্,
আল্লাহ সকল কিছুর রব,
তাকেই মানে সৃষ্টি সব।
ই, ই-তে ইসলাম,
ইসলাম মানে শান্তি সুখ,
ধর্ম পথে রয় না দু:খ।
ঈ, ঈ-তে ঈমান,
ঈমান সবচে' বড় ধন,
ঈমান বাঁচাও আমরন।
উ, উ-তে উপকার,
পরের উপকার যে করে,
প্রভূর দয়া তাহার তরে।
ঊ, ঊ-তে ঊষা,
শয্যা ছাড়ে যে ঊষাকালে,
প্রভূর সন্তোষ তার কপালে।
ঋ, ঋ-তে ঋণ,
ঋণ করা ভাল নয় বন্ধু কভূ,
উপোস শ্রেয়, ঋণ নয় তবু।
এ, এ-তে এক,
এক আল্লাহতে বিশ্বাসী প্রান,
জান্নাতেরই সওদা যোগান।
ঐ, ঐ-তে ঐকতান,
ঐকতানে হৃদয় জুড়ায়,
আযানের সূর মিনার চূড়ায়।
ও, ও-তে ওজন,
ওজন করলে সঠিকভাবে,
ব্যবসা করেও পূন্য পাবে।
ঔ, ঔ-তে ঔষধ,
আল্লাহর নামে ঔষধ খান,
তাঁর কাছে রোগ মুক্তি চান।
ক, ক-তে কুরআন,
কুরআন পড়ুন হাদিস পড়ুন,
কুরআন মত জীবন গড়ুন।
খ, খ-তে খাবার,
খাবার আগে বল বিসমিল্লাহ,
খাবার শেষে আলহামদুলিল্লাহ।
গ, গ-তে গুলশান,
গুলশানে মন মাতোয়ারা,
ফুল সুবাসে হৃদয় কাড়া।
ঘ, ঘ-তে ঘুম,
ঘুম আল্লাহর অপার দান,
ঘুমের সময় ঘুমিয়ে যান।
ঙ, ঙ-তে শিঙা
ইসরাফিলের শিঙার ফুঁকে,
উঠবেন সবাই কিয়ামতে।
চ, চ-তে চরিত্র,
চরিত্র যার যত ভালো,
তার ভেতরে তত আলো।
ছ, ছ-তে ছবি,
প্রাণীর ছবি আঁকতে মানা,
এই কাজে কবিরা গোনাহ।
জ, জ-তে জান্নাত,
বাগিচা ঘেরা জান্নাত জুড়ে,
বিশ্বাসীরা বেড়াবে উড়ে উড়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৪৬