বকুলের সৌরভ
নাসীমুল বারী
°°°°°°°°°°
ক্যাম্পাসের ক্যান্টিনেই পেয়ে যাই লুবাবাকে। কাছে গিয়ে বলি, ধন্য হোক তোমার আগমন এ ধরায়।
আচমকা আমার এমন কথায় ও ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ক্ষণিকপর বলে, মানে! আমার আগমন? আমি কি প্রধানমন্ত্রী, আমার আগমনের জন্য মিছিল করতে হবে?
-হুম।
-মানে?
-আমার মনের প্রধানমন্ত্রী নও তুমি?
তারপরই বুক পকেটে রাখা বকুলের মালাটা বের করে ওর হাতে দিয়ে বলি, শুভ জন্মদিন।
চমক নিয়ে বকুলের ওই মালাটার দিকে চেয়ে বলে, আমি- - -, -ব-কু-ল!
জানি তুমি তোমার জন্মদিনে কোন এতিম শিশুকে পোশাক কিনে দাও। খাতা-কলম কিনে দাও। আমি তোমার ওই রীতিকে বকুলের সৌরভে বরণ করতে চাই। বকুল শুকালেও সৌরভ ছড়ায়। তোমার চেতনাও বকুলের মতই সৌরভ ছড়াক অনন্ত।
মুচকি একটা হাসি দিয়ে আমার হাতটায় মুখ লুকায় ও।
#
এই সিরিজের অন্য গল্পগুলো
কিপটে গল্প : এক
কিপটে গল্প : দুই
কিপটে গল্প : তিন
কিপটে গল্প : চার
কিপটে গল্প :পাঁচ