শামুকের খোলস
নাসীমুল বারী
°°°°°°°°°°°
শিমু পত্রিকাটা খুলে মাত্র। শেষ পৃষ্ঠায় একটা ছবি দেখে থমকে যায়। অমনি ভীতকণ্ঠে রিয়াজকে ডাকে- দেখো দেখো ছবিটা?
পাঁচ-ছয় বছরের রক্তাক্ত শিশুটি জঙ্গলে পড়ে আছে। অদূরে মৃত রোহিঙ্গা মা যেন হাত বাড়িয়ে বলছে, আমরাও তো মানুষ। তোমাদের মতোই মানুষ। আমাদের রক্ত দিয়ে এ বনে আলপনা এঁকো না। আজ আমাদের রক্তে মানবাধিকার রচনা করছো তোমরা। শান্তির নোবেল পুরস্কার পাচ্ছো। একটু থামো।
আজ রোহিঙ্গাদের আশ্রয় নেই এ সভ্য পৃথিবীতে। নেই মানবাধিকারও। খেয়াল খুশি মতো হত্যা করাই যেন আজকের সভ্যতায় মানবাধিকার! শামুকের খোলসের মতো বিশ্বমানবাধিকারের শক্ত আবরণে রোহিঙ্গারা ভেতরের নরোম শিকার মাত্র।
শিমু পত্রিকার ছবিটার দিকে তাকিয়েই থাকে। চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। রিয়াজ কাছে এসে বলে, এ-ই...। এই শিমু! কাঁদছ?
-হাঁ! কাঁদছি, আরও কাঁদবো! ও ছবি তো আমার আর আমার সন্তানেরই!
#
এই সিরিজের অন্য গল্পগুলো
কিপটে গল্প : এক
কিপটে গল্প : দুই
কিপটে গল্প : তিন