সাদা মন
।। নাসীমুল বারী ।।
°°°°°°°°°°°°°
-এই কী দেখছ?
-কাশফুল?
-রাতের আলো-আঁধারিতে?
-হুম?
-মানে? রাতের আলো-আঁধারিতে কাশফুলের সৌন্দর্য দেখা যায়?
-যায়।
-কীভাবে?
-ওটা যে সাদা।
-ধ্যাৎ, তার চে’ চাঁদ দেখো। পূর্ণিমার চাঁদ। মন ভরে দেখ।
-কেন?
-এটা আরও সাদা। আরও মোলায়েম, সুন্দর।
–মোলায়েম! ধরা যায় বুঝি? তুমি ধরেছো?
-মন দিয়ে ধরতে হয়।
-মন দিয়ে! বাহ্!
-বাহ্ বললে যে? এর মানে কী?
-মানে সহজ। সাদা সাদাই থাকে। আলো আঁধারিতেও সাদা সাদাই।
-কিন্তু বাহ্ বললে কেন?
-বললাম, কারণ তুমি আর আমি একই সমান্তরালে।
-ঠিক করে বলো।
-বলছি, সাদাই সুন্দরের আত্মজ। ওই সুন্দরও চোখ নয়, মন দিয়ে দেখতে হয়। সাদা মন চোখ ছাড়াই দেখা যায়।
#
এই সিরিজের অন্য গল্প
কিপটে গল্প : এক
কিপটে গল্প : তিন