তিনটে শ্বশুড়বাড়ি
নাসীমুল বারী
°°°°°°°°°°°°
অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে যাচ্ছি গাড়িতে। ওর চোখের দিকে তাকাই। বধূটি লজ্জায় লাল হয়ে ঘোমটা টেনে দেয় আরো। আমি শান্ত কণ্ঠে ওকে বললাম- যাক এবারের ঈদে তিনটে শ্বশুরবাড়ি বেড়াব।
আচমকাই চোখ বড় করে তাকায় আমার দিকে। ছোখ ছল ছল করে বলে, তার মানে…!
তারপরই দু’হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে।
বাসর সাজানো খাটে বসা বধূটি। দোয়া দিতে আসেন শ্বশুর শাশুড়ি দু’জনেই। তাদের দেখে বধূটি সাহস নিয়ে জিজ্ঞেস করে, এবারেরটা নিয়ে আপনাদের ছেলের তিনটা শ্বশুরবাড়ি। আমার এমন ক্ষতি করলেন কেন?
দু’জনেই চমকে বলেন- কী…! তিনটা শ্ব-শু-র বাড়ি…! কে বলল?
এ কথা শুনতে শুনতে আমি রুমে ঢুকলাম। অট্টহাসি দিয়ে বলি- আমি বলেছি। এবারের ঈদে আমি তিনটে শ্বশুরবাড়ি বেড়াব, ইংশাআল্লাহ।
মা রেগে বলেন- কী বলছিস এসব?
-কেন মা, তোমার শ্বশুরবাড়ি, বাবার শ্বশুরবাড়ি আর আমার এই নতুন শ্বশুরবাড়ি- তিনটা হলো না?
বধূটি এবারও দু’হাতে মুখ ঢেকে মিটমিটিয়ে হেসে দেয়।
#