গাধাকে সৃষ্টি করার পরে বলা হল, তাকে সারাদিন প্রচন্ড পরিশ্রম করে অন্যের বোঝা টানতে হবে, আর তার কোন বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে ৫০ বছর।
গাধা তখন সৃষ্টিকর্তাকে বলল, আমি এই জীবন নিয়ে এতদিন বাঁচতে চাই না।আমার আয়ু কমিয়ে ২০ বছর করা হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন।
কুকুরকে সৃষ্টি করার পরে বলা হল, সে মানুষের খুব ভালো বন্ধু হবে, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে তাকে বাঁচতে হবে। তার আয়ু হবে ৩০ বছর।
কুকুর তখন সৃষ্টিকর্তাকে বলল, আমি এই জীবন নিয়ে এতদিন বাঁচতে চাই না।আমার আয়ু কমিয়ে ১৫ বছর করা হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন।
বানরকে সৃষ্টি করার পরে বলা হল, সে সারাদিন গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খেয়ে বেড়াবে আর নানারকম ফন্দিফিকির করে অন্যদের আনন্দ দেবে। তার আয়ু হবে ২০ বছর।
বানর তখন সৃষ্টিকর্তাকে বলল, আমি এই জীবন নিয়ে এতদিন বাঁচতে চাই না।আমার আয়ু কমিয়ে ১০ বছর করা হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন।
মানুষকে সৃষ্টি করার পরে বলা হল, সে হবে প্রানীকুলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং বিচক্ষন। তার আয়ু হবে ২০ বছর।
মানুষ তখন সৃষ্টিকর্তাকে বলল, এত দ্রুত মৃত্যু হলে আমার আফসোস থেকে যাবে। আমাকে ওই গাধার ৩০ বছর, কুকুরের ১৫ বছর আর বানরের ১০ বছরও দেয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন।
তারপর থেকে মানুষ মানুষের মত বাঁচে প্রথম ২০ বছর। পরবর্তি ৩০ বছর বাঁচে গাধার মত, সংসারের বোঝা টানে। তারপরে ১৫ বছরের মত বাঁচে কুকুরের মত, ছেলে মেয়েদের উচ্ছিষ্ট খেয়ে। শেষ ১০ বছর বাঁচে বানরের মত, এই সন্তানের বাড়ি থেকে ওই সন্তানের বাড়িতে ঘুরে বেড়ায় আর নানা রকম ফন্দি ফিকির করে নাতি-নাতনীদের মজা দেয়ার চেষ্টা করে।
-(সংগৃহীত)