
কতবার এমন হয়েছে? একটা ছবি দেখেছেন নেটে কোথাও বা আপনার পিসিতেই হয়তো। ছবিটা আপনি গ্রফিক্সের কাজে ব্যবহার করতে চান। অথবা হয়তো নিতান্তই ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে চান। নাকি আপনার ছবিটার সূত্র জানা দরকার? আবার ধরুন একটা মোবাইল হ্যান্ডসেটের শুধু ছবি আপনার কাছে, কিন্তু মডেল জানা নেই। আবার কোন সুন্দরী মডেলের ছবি কিন্তু নাম জানা নেই... উপায়?

এখনও পর্যন্ত এক্ষেত্রে একটা বিরাট সমস্যা ছিলো, যা দেখছি তা দিয়ে সার্চ করা যেতো না। মানে ধরুন, একটা শাপলা ফুলই দেখলেন হয়তো। কিন্তু আপনি গুগলের ইমেজ সার্চকে কি করে বোঝাবেন নেটের লাখো শাপলা ফুলের ছবির মধ্যে আপনার ঠিক এই শাপলা ফুলটিই চাই? ছবির কথা কলমে আনাই তো মুশকিল! তার উপর আবার কি-বোর্ড!

সমাধান একটা আছে বটে। যারা আইফোন বা অ্যান্ড্রোয়েডে Google Googles সফটওয়্যারটি ব্যবহার করেছেন তাদের জানার কথা, এ সফটওয়্যারটি দিয়ে কোন কিছুর ছবি তুললে সরাসরি নেটে সার্চ দিয়ে বের করে। এমনকি এটা দিয়ে তোলা ছবির
কিন্তু পিসির বেলায় উপায়? উপায় আছে বটে! উপায় হলো TinEye নামের ছোট্ট ওয়েবসাইটি। সাইটটিতে ২ উপায়ে সার্চ দেয়া যায় -
১. পিসি থেকে ইমেজ ফাইল আপলোড করে

২. অথবা নেটে থাকা কোন ছবির লিংক সরাসরি বসিয়ে

তবে আরো সহজ হলো বিভিন্ন ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার এবং সাফারির জন্য ওদের অ্যাড-অন বা প্লাগ ইনগুলো ব্যবহার করা। এর মাধ্যমে আপনি কোন ছবির ওপর রাইট ক্লিক করে জাস্ট ১ ক্লিকে সার্চ করতে পারবেন।

যেমন ধরুন, কারো আমার ব্লগের প্রোফাইল পিকচারটারই দরকার। শুধু যা করতে হবে আমার প্রোফাইলের ছবিটায় রাইট ক্লিক করে 'Search Image on TinEye' সিলেক্ট করা:

ব্যস! পেয়ে যাবেন নেটে আমার ছবিটার অন্যান্য ভার্শন। বড় রেজ্যুলেশনের জন্য বামদিকে থাকা Biggest Image এ ক্লিক করতে পারেন:

বিশেষ দ্রষ্টব্য: এটি মোডিফাই করা ছবিতেও কাজ করে... এমনকি নেটে ছবিটার অন্যান্য মোডাফাইড ভার্শনও দেখায়।

সীমাবদ্ধতা: অনেক সময় সার্চ দিলে কিছু পাওয়া যায় না, বিশেষতঃ দেশী কিছু কিছু জিনিসের ছবি - এটা হয়তো টেকনোলজিটির সীমাবদ্ধতা বা ডেটাবেস ছোট হওয়ার কারণে। তবে নেটে মোটামুটি হলেও প্রচলিত এমন ছবির ক্ষেত্রে তেমন সমস্যা হওয়ার কথা না।
পাঠকদের জন্য প্রশ্ন। নিচের মোবাইল হ্যান্ডসেটটির মডেল নাম্বার কতো? যারা এমনিতেই জানেন তারা প্লিজ উত্তর দিয়েন না। বাকিরা এই পদ্ধতি ট্রাই করে দেখুন:

TinEye এর সাইটের লিংক: http://www.tineye.com
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২০