আমার এক বন্ধু ও একই সাথে ব্লগার আজকে আমার পিসিতে এ্যাডোবি ড্রিমউইভার CS3 সেটআপ দিয়া কাজ করসে। ভালো কথা কাজ করসে। আনইন্সটল করার পর দেখি আমার টেক্সট ফাইলের আইকনটা বিদঘুটে (সাদা একটা ব্যাকগ্রাউন্ডে ছোট্ট নীল বিচ্ছিরি দেখতে একটা টেক্সট আইকন) দেখাইতেসে...........কিন্তু কেনু কেনু কেনু!!!!
এটা গেলো আমার ঘটনা। কিন্তু অনেকেই আছেন এমন সমস্যায় পড়েন। বিশেষতঃ তারা যারা স্টাইল এক্সপি, উইন্ডোজ ব্লাইন্ড, বিভিন্ন আইকন পরিবর্তনের সফটওয়্যার বা ভিস্তা ট্রান্সফরমেশন প্যাকের মতো জঘন্যতম সফটওয়্যারগুলো ব্যবহার করেন। সফটওয়্যারগুলো চলা অবস্থায় আইকন আর থিম দেখে বিমোহিত হন কিন্তু ধরাটা খান আনইন্সটল করার পর। এসব সফটওয়্যারগুলার অধিকাংশই সিস্টেমের ডিফল্ট আইকন পরিবর্তন করে কিন্তু আনইন্সটলের সময় আগের ডিফল্টগুলা ফিরায় দিতে পারে না। উল্টা কিছু বিদঘুটে আইকন আসে বা ডিফল্ট ব্ল্যাংক আইকনটা ধরে:
যাই হোক, অপমান যথেষ্ট হইসে এবার আসি সমাধানে। এটা সমাধানের জন্য আপনাকে ডাউনলোড করতে হবে Icon Tweaker নামের ছোট্ট একটি সফটওয়্যার। এটি ডাউনলোড করে ইন্সটল করুন।
ডাউনলোড করার লিংক: Click This Link
ইন্সটলের পর সফটওয়্যারটি ওপেন করুন এবং Tools এ গিয়ে Restore All Default Icons ক্লিক করুন:
Apply এবং OK দিন। ব্যস! সব ডিফল্ট আইকন আবার ফিরে আসবে।
আরো একট সমস্যায় অনেকেই ভুগেন সেটা হলো ঐসব আজাইরা সফটওয়্যার আনইন্সটলের পর বা সদ্য ব্যবহার করা কোন থার্ড পার্টি থিমের কারনে আইকনগুলো ঘোলা দেখায়, ছোট বা বড় দেখায় অথবা আইকনগুলোর প্রান্তগুলো সাদা সাদা দাগবহুল দেখায়। এটার সমাধান করতে সফটওয়্যারটির Tools এ গিয়ে Rebuild Icon Cache এ ক্লিক করুন:
একটু সময় লাগতে পারে, তারপর কাজ হয়ে যাবার কথা!
এই পোস্টটি সবার কাজে লাগবে না। তবে যারা আমার মতো বিপদগ্রস্ত বা খুঁতখুঁতে তাদের কাজে আসবে আশা করি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬