আপনি যদি সামহোয়্যারের মডু হতেন তবে কি কি করতেন? সবিস্তারে বলুন। যারা অলরেডি মডু তারাও আসুন, মতামত জানান, কোন বাধা নেই।
অলরেডি পূর্ববর্তী পোস্টে ২৫ জন ব্লগার তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। আপনিও জানিয়ে দিন আপনার ইচ্ছা.......রাজাকারী কোন ইচ্ছে না থাকলে অবশ্যই প্রকাশ করা হবে........
মন্তব্য ঝুলি:
১. মাহমুদ৬৯ বলেছেন: ১৮+ পোস্ট ছাড়া বাকি সব পোস্ট মডারেট করতাম
২. নাঈম বলেছেন: প্রথমেই ণাপীষ ইপতেকার নামক একজন প্রাণীকে ব্যান কর্তাম
৩. অরণ্যচারী বলেছেন: সবার আগে নাপিষকে ব্যান করতাম... এর পোস্টের জ্বালায় অন্য ব্লগাররা টিকতে পারছে না...
৪. কৌশিক বলেছেন: আমার প্রত্যেকটা পোস্ট স্টিকি করতাম। আর মাইনাস বাটনটারেও প্লাস বানাইয়া দিতাম।
৫. বোধ বলেছেন: পুরথমেই পুরকিয়া যারা করে তাগো মুই ব্যান খইরা ধিতাম......।আর বোধ আইডি টারে ছেফ কইরা দিতাম।
৬. মেঘলা মানুষ বলেছেন: সবাইকে ব্যানাইতাম।
তারপর আমি অনেকগুলা নিক খুইলা পোস্টাইতাম। আমার লেখাই সবাই পড়ত। নিজের এক নিকরে আরেক নিকে ব্লকাইতাম।
৭. টিপু বলেছেন: এডসেন্ট যোগ করতাম। *[বোধোহয় এডসেন্স বুঝিয়েছেন]
৮. নুশেরা বলেছেন: আমি মডু হলে এই পোস্টটাকে অবশ্য অবশ্যই স্টিকি করতাম। এবং হিউমারের মধ্য দিয়ে উঠে আসা সাজেশনগুলো কাজে লাগানো যায় কিনা তা নিয়ে ভাবতাম।
৯. মুকুট বলেছেন: ব্লগ বন্ধ করে সবাইরে কামে লাগাইয়া দিতাম!
১০. রূপক বলেছেন: ব্লগের সব টেকিদের নিয়ে একটা ওপেনসোর্স সফটওয়্যার ডেভলপমেন্ট টিম গঠন করে ধুমায়া কাজ শুরু করতাম।
১১. কুদ্দুছ ব্যাপারীর আস্তানা বলেছেন: লুলদের উৎসাহ দিতাম
১২. ভাঙ্গা পেন্সিল বলেছেন: প্রথম পাতায় শুধুই আমার পোস্ট রাখতাম...বাকিদেরটা দ্বিতীয় পাতা থেকে দেওয়া শুরু করতাম। মডু হইলে আরেকটা কাম করতাম...আমার পোস্টের নিচে কোনো মাইনাচ বাটন আর আপত্তিকর বাটন রাখতাম না
১৩. এরশাদ বাদশা বলেছেন: নরাধমের ব্যান উঠিয়ে দিয়ে তাকে ফেরত আনতাম। শারফু ভাইয়ের জন্যও একই ব্যবস্থা!! *[বাই দ্যা ওয়ে, নরাধমতো এখন মুক্ত!]
১৪. তাজুল ইসলাম মুন্না বলেছেন: কোপা সামসু!!! খালি কুপানির পোস্ট রাখতাম। বাকি সব বাদ।।। এইর পর নোঠিশভুর্ঢরে ভ্যান খঢ়থাম।।।
১৫. পারভেজ রবিন বলেছেন: আমি যদি মডু হইতাম
চ্যারেত বসে থাকতাম
দেখতিস আমার মান গো.....
১৬. স্টিংরে বলেছেন: প্রথমেই আপনার পরিচয় টা ফাস করে দিতাম *[এখানে আপনি বলতে আমাকে বোঝানো হয়েছে]
১৭. নিঃসঙ্গ বলেছেন: কোন দিন মডু হমু না যদি কোন দিন হই আমার আইডি তোমারে দিয়া দিমুনে
১৮. সৌপ্তিক বলেছেন: মডু হলি পরে প্রত্যক শুক্রবার একটা কইরা ১৮+ ছবি ছাইরা দিতাম। হগ্গলে মিল্যা উপুভুগ করতাম.... খিক খিক খিক.....
১৯. আইরিন সুলতানা বলেছেন: আমি মডু হওয়ার সাথে সাথেই নাফিস ইফতেখারকেও মডুরাম বানিয়ে দিতাম....ব্যাস ...এবার জমবে মজা ....
২০. গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন: ব্লগের রাজাকারগো আই পি সহ ব্যান করতাম।
২১. মফিজুল হক বলেছেন: মডু হইলে সব্বাইকে মডু বানাইয়া দিতাম
২২. অক্ষর বলেছেন: এখনকার মডুগো এক মাসের ওয়াচে রাখতাম, আর ঐ অফিসের আইপি থিকা মাত্র একটা ব্লগাররে চান্স দিতাম।
২৩. প্রলয় হাসান বলেছেন: প্রথমেই আমি মডু হলে আমার একাউন্টগুলোর হ্যাকারদের খুজেঁ বের করার চেষ্টা করতাম। তারপর আমার ব্যানখাওয়া সবগুলো নিককে আনব্যান করে দিতাম। তারপর ব্লগের লুল, রাজাকার-ছাগু এইটাইপ ব্লগারদের জন্য ফ্রন্টপেজে আলাদা একটা ট্যাব করতাম।
নতুন কয়েকটা ইমো বানাইতাম। যেমনঃ কমেন্ট করতে করতে জিহবা দিয়ে লালা গড়িয়ে পড়ছে। হাসতে হাসতে চেয়ার থেকে কেউ পড়ে যাচ্ছে, ুন্দানো বা পশ্চাৎদেশে লাথি মারা হচ্ছে। ইত্যাদি। এই ইমোগুলা খুব দরকার আমার।
আরেকটা কাজ করতাম। দ্রুপাল থেকে একটা কোড কপি করে এইখানেস পেস্ট করে দিতাম যাতে একজন ব্লগারের সমগ্র ব্লগ জীবনে করা কমেন্টগুলো সব একসাথে দেখা যায়। এইটা মাঝে মাঝে আমার অসম্ভব দরকার হয়।
২৪. আরিফ থেকে আনা বলেছেন: মডু হওয়ার দুঃসংবাদ শোনার পর প্রথমে লগিন করেই দেখতাম ছাগুরামের আইপি থেকে কয়টা নিক ব্লগিং করে।
২৫. শিরোনামহীন বলেছেন: নীতিমালার ক্ষ্যাতায় আগুন দিয়া দল-মত-নির্বিশেষে রাজাকার ক্ষ্যাদাইতাম মানে ব্যানাইতাম। ব্লগারদের যোগ্যতা পরিমাপক যেই কাঁটা ঐটা সরাইতাম (কারণ ঐটা চোখে পড়লেই ব্লগারদের লেখার আগ্রহ চলে যায় ) আলিপ কাগুরে ছেপাইতাম যাতে কাগু মনের সুখে হাদুম পাদুম করতে পারে।
আরিলের মতো হুদাহুদি খালিমুখে স্বজনপ্রীতি মূলক ২/৪ জনরে কফির দাওয়াত দিতাম না, আম জনতারে একসাথে কফি'র দাওয়াত দিতাম। আমি মডু বৈলা আমার ইজ্জত নাই নাকি?
নাফিস ইফতেখাররে স্পেশাল মডুরাম হিসাবে নিয়োগ দিতাম।
মাইকেল মেহেদির "বেন" তুলে নিতাম যাতে মনের সুখে মহাকাব্য রচনা করতে পারে তবে তার পোস্টের রেটিং এর নিচে আরেকটা অপশন থাকতো: এই পোস্ট টি ইনভিজিবলে করা হোক!
শেষ যেটা না বললেই নয়, (এইটা খুব সিরিয়াসলি বলছি), আমি মডুরাম হৈলে প্রোগ্রামারদের দিয়ে একটা কাজ করাইতাম। এমন একটা অপশন তৈরী করা যাতে ব্লগাররা তাদের পছন্দস্য ব্লগার নিয়ে বন্ধু লিস্ট তৈরী করতে পারে এবং লেখার সিকিউরিটি লেভেল নিয়ন্ত্রণ করতে পারে (উদাহরণ : লাইভজার্নাল.কম এর অপশন)
২৬. মেঘবাজি বলেছেন: ছুছিল ব্লগারগো প্রেত্তেকটা পুস্ট বর্ষসেরা পুস্ট বানাইতাম আর সংকলিত পুস্টে তাগো ঝুলাইয়া দিতাম
২৭. নিবিড় অভ্র বলেছেন: আমি মডু হলে সেটাই করতাম, যা এখনকার মডুরা করেন। চেয়ারে পা তুলে বসে থাকতাম আর মজাসে ব্লগীয় নাটক দেখতাম........ মাঝে মাঝে প্রয়োজন বা অপ্রয়োজনে যে কোন কাউকে ব্যান করতাম বা সেইফ থেকে জেনারেলে উঠিয়ে দিতাম।/ উঠিয়ে দেয়ার কথা বলছি কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেলই হল সবচেয়ে বড় পদ...
২৮. মামু বলেছেন: ১. আমি মডুরাম হইলে ব্লগের ছুন্দরী মেয়েদের পুন নং গুলা একটা ডাইরিতে টুকিয়া রাকিতাম। রাত ১২টার পরে সেই নম্বর গুলাতে ট্রাই করিতাম।
২. ইচলাম বিষয়ক কুনু পুণ্ট দিলে ব্যান না করিয়া দূররা মারার ব্যবস্তা করিতাম।
৩. গালিবাজদের পুষ্ট গুলারে ইসটিকি করিতাম। ও তাহাদের একটা ভাতার ব্যবস্তা করিতাম।
৪. নিতিমালা বলিয়া কুনু কিচুই রাকিতাম না... যকন যাহা খুশি তাহাই করিতাম...
২৯. কেবলা কান্ত বলেছেন: জামাতিগো আইপি সহ ব্যান করতাম
৩০. নাজিরুল হক বলেছেন: অতি গেনিদেরকে ভাতা প্রদানের ব্যাবস্থা করিতাম, যারা ব্লগ পাহারা দেয় নিঃস্বার্থ ভাবে।
৩১. আতিকুল হক বলেছেন: ইচ্ছামত ব্যানাইয়া আবার ব্যান উঠানোর জন্য টুপাইস কামানো যায় কিনা ভাইবা দেখতাম
৩২. প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমারতো কিছু করতে ইচ্ছা করে না
সামহোয়ার বন্ধ কৈরা দিতাম...যেই টাইম ব্লগিংয়ের পেছনে যায়... সেই টাইম ক্যারিয়ারের পেছন দিলে পরমশন কনফারেম
৩৩. বিবর্তনবাদী বলেছেন: আমি তরূণী লেখিকাদের ফোন নম্বর বের করে কিঞ্চিত আলাপ জমাইতাম।
যাদের অনেক নিক, সেই নিকগুলো ফাস করে দেবার কথা বলে ব্লাকমেইল করে পয়সা চাইতাম।
যেই সব ব্লগারদের পেছনে অন্য ব্লগাররা দল বেধে লেগে থাকে, তাদের কাছ থেকে পয়সা খেয়ে বিরোধী ব্লগারদের সাময়িক ব্যান করে রাখতাম।
এইরকম আরো অনেক আইডিয়া আছে মাথায়।
৩৪. সুরভিছায়া বলেছেন: কিছুই করতাম না অথবা করতাম যা কিছু -- খুশীমত।
৩৫. আমি ও আমরা বলেছেন: তাইলে ২০০৮ এর বর্ষসেরা কবিতার বই তে নিজের সব কবিতা দিয়া ভরাইয়া ফেলতাম।
৩৬. ভেংচুক বলেছেন: rmg বা রসময় গুপ্ত রে ইনভাইটেশন পাঠাইতাম
৩৭. নকীবুল বারী বলেছেন: কিছুই করতাম না.................পিসির সামনে বইসা কলা খেতাম...
৩৮. স্বজন বলেছেন: ইয়ে.. মানে..(কানে কানে বলি) নাপিষ ইপতেক্ষারের কম্পু হ্যাক করিতাম। ছাগুরামের প্রোফাইলে ছাগুর ছবি লাগাই দিতাম!!
৩৯. ইউনুস খান বলেছেন: আমি নিশ্চিৎ জঙ্গলে পালাইতাম। কেননা ব্লগাররা যেভাবে মডুদের চামড়া ছিলে তাতে আমি টিকে থাকতে পারতাম না।
* সামহোয়্যারের একটি বাগের জন্য গতকাল দীর্ঘ ৫ ঘন্টা পোস্টটি বাঁধ ভাঙার আওয়াজ থেকে গায়েব ছিলো। তাই পোস্টটি আবারও দেয়া হলো। আশা করছি কেউ কিছু মনে করবেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩০