রক্তিম পতাকার জন্য বক্তাবলীর শহীদদের লড়াই
ভয়াল ২৯ নভেম্বর ১৯৭১। সে বড় গৌরবের সময়, সে বড় দু:খের সময়। গৌরব কারণ বাংলার মানুষ লড়াই করেছিল বীরের মতো। দু:খ কারণ বর্বর পাকিস্তানি বাহিনী নিষ্ঠুরভাবে হত্যা করেছিল গ্রামগঞ্জের সহজ-সরল শান্তিপ্রিয় সাধারণ মানুষকে। সেই সাথে বাদ যায়নি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার অন্তর্গত বক্তাবলী পরগনার ১৩৯ জন মেধাবী ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। যারা দেশের জন্য হাসতে হাসতে শাহাদতবরণ করেন।
২৯ নভেম্বর ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী বক্তাবলী পরগনায় অতর্কিত হামলা চালিয়ে ১৩৯ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। তার সাথে সাথে ১৪-১৫টি গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। নারায়ণগঞ্জ শহর থেকে মাত্র কয়েক মাইল দূরে ধলেশ্বরী নদীবেষ্টিত বক্তাবলী পরগনায় ছিল মুক্তিযোদ্ধাদের প্রাণকেন্দ্র। নারায়ণগঞ্জ শহরের আশপাশ ও মুন্সিগঞ্জ জেলার দখলদার বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে মুক্তিযোদ্ধারা বক্তাবলী পরগনার বিভিন্ন ক্যাম্পে অবস্খান করতেন।
মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসে এর শেষ প্রান্ত পর্যন্তও বক্তাবলী পরগনা ছিল ‘মুক্তাঞ্চল’ খ্যাত। কিন্তু সেই খ্যাতি আর ধরে রাখতে পারলাম না। সর্বশেষ দেশ বিজয়ের আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২৯ নভেম্বর শীতের কুয়াশায় ঢাকা ভোরে পাকিস্তানি বাহিনী আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ধলেশ্বরী নদীর চারদিক থেকে ঘেরাও করে অতর্কিত হামলা চালায়। গুলির শব্দে বক্তাবলী পরগনাবাসীর ঘুম ভাঙে। মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে গঠিত মুক্তিযোদ্ধারা প্রথমে মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্প থেকে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে। কিন্তু অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশীয় অস্ত্রে সজ্জিত মুক্তিবাহিনীর সদস্যরা পিছু হটলে পাকিস্তানি হায়েনাদের দল ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন মেধাবী ছাত্র, শহীদ মনিরুজ্জামান, শাহ আলম, শহিদ উল্লাহ ও ফারুক মিয়ার মতো তুখোড় মেধাবী ছাত্রসহ ১৩৯ জন নারী-পুরুষকে হত্যা করে। সকালের শিশিরভেজা মেঠোপথ হয় রক্তাক্ত।
রক্তের স্রোতোধারা বয়ে চলে বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর পানিতে। অল্প সময়ের মধ্যেই বক্তাবলী পরগনা মানুষের মৃতদেহের বধ্যভূমিতে পরিণত হয়। অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয় সমগ্র লক্ষ্মীনগর গ্রাম। বক্তাবলী পরগনার মুক্তিযোদ্ধা মনির, শাহ আলম, ইসহাক, সোনামিয়া ও ফারুকসহ এমন কিছু ব্যক্তিকে আমরা হারিয়েছি, যাদের কাছ থেকে আমাদের এই দেশ অনেক কিছু পেতে পারত। তাদের মহান আত্মত্যাগে অর্জিত হলো আমাদের স্বাধীনতা। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি সুন্দর লাল-সবুজের পতাকা ও মানচিত্র। স্বাধীনতা অর্জিত হওয়ার আনন্দ উপভোগ করার সৌভাগ্য এবং বর্বর পাকিস্তানি বাহিনীর হিংস্রতা দেখার দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি।
আমরা কি পেরেছি তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে? যাদের মহান আত্মত্যাগে আমরা আজ স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তাদের পরিবারকে অসহায় জীবনযাপন করতে দেখে থমকে যাই। রামনগর গ্রামের শহীদ সুফিয়ানের স্ত্রী গোলেনূর বেগম তার প্রতিক্রিয়ায় বলেন ‘বর্তমানে মানুষের বাড়িতে কাজ পেলে খাই, না পেলে উপোষ থাকি।’ আমাদের দেশে শাসক আসে শাসক যায় কিন্তু মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের প্রতি কোনো সরকারের দৃষ্টি নেই। সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানাচ্ছে। কিন্তু যাদের মহান আত্মত্যাগে স্বাধীনতা অর্জিত হলো তাদের পরিবারবর্গ সরকার ও সমাজের কাছে আজ অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে। শহীদ পরিবারকে যদি আমরা সহানুভূতির হাত বাড়িয়ে দিই তবেই দেশটা তাদের কাছে সুন্দর মনে হবে। শান্তি পাবে শহীদদের আত্মা। সার্থক হবে মুক্তিযুদ্ধ। ১৩৯ শহীদের রক্তের দামে ও হাজারো নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত ১৬ ডিসেম্বর।
রর
কিছু কিছু বিষয়ে আমাদের মাঝে মতবিভেদ থাকলেও আসুন না আমরা অন্তত এই একটি ইস্যুতে এক হই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্মরণ করি সেসব শহীদকে, যারা দেশের জন্য নিজেদের জানমাল বিলিয়ে দিয়েছেন। তাহলে অন্তত তাদের আত্মা একটু শান্তি পাবে।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন