আচ্ছা হিরো - দা সুপার স্টার এর কথায় আসি। ভুল ধরতে তো আর সিনেমা হল এ যাইনি, টাকা খরচ করে লাইনে দারিয়ে যথেষ্ট সময় বের করে বিনোদিত হতে গিয়েছিলাম। কিন্তু যতক্ষণ দেখলাম ততক্ষণ বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল।
ভাইরে বুঝলাম আমাদের কারিগরি ব্যাপারটা ভাল না। বুঝলাম বাজেটটা আন্তর্জাতিক মানের একশন করতে যা লাগে সেই রকম না। তাই বলে মুল তেলেগু ছবির দৃশ্য লাগিয়ে দিতে হবে?? এটা কি বাংলা সিনেমার জন্যে যথেষ্ট অপমান না??????
তেলেগু ছবিতে নায়ক নদী থেকে ত্রিশূল হাতে উঠে এসে ভিলেনের পেটে সেই ত্রিশূল ঢুকিয়ে দেয়। সেখানে চলছিল কুম্ভ মেলা। সেই মেলায় ত্রিশূল ছিল মানানসই। কিন্তু হিরো - দা সুপার স্টার ছবিতে সাকিব খান যখন সুইমিং পুল থেকে ত্রিশূল হাতে উঠে এসে মিশা সদাগরের পেটে সেটা ঢুকিয়ে দিল তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। সেকান্দার বক্স এর মত বলতে মন চাইল, " ফহিন্নির পুত! দেশে কি দাও, কুরাল, ছুরি, লাঙল কিছু পাস নাই?? ত্রিশূল কেরে!!??"
আচ্ছা বাদ দেই। বললে তো বলবেন আমি অন্য কারো ফ্যান বলে বলছি। নারে ভাই আমি বাংলা সিনেমার একজন সত্যিকারের ফ্যান। টাকা দিয়ে কেনা বা মাসিক ফ্যান না। মা বাবার কোলে চরে "বেদের মেয়ে জোস্না" দেখেছি। বহু কান্নাকাটি করে খালামনির সাথে "কেয়ামত থেকে কেয়ামত, দোলা, তোমাকে চাই" দেখেছি।গ্রামে বসে সালমান শাহ, মান্নার মত মহা তারকার ছবি দেখে কৈশোর পার করেছি। আর কি বলব! লেখা শেষ হবে না।
ভাল থাকুক বাংলা সিনেমা। ভাল হয়ে উঠুক বাংলা সিনেমা। ফিরে পাক ভালবাসা।হিরো - দা সুপার স্টার দেখলাম। ফার্স্ট হাফ তেলেগু ছবি "নায়ক " আর সেকেন্ড হাফ অন্য আর এক তেলেগু হিট "রেবেল" এর নকল। নকল নিয়ে কি আর বলব। আজ কাল নকল খুব খাচ্ছে পাবলিক। হলিউড/ তামিল থেকে বলিউড নকল করে, ইটালিয়ান অথবা চাইনিজ অথবা হলিউড থেকে নকল করে তেলেগু/ তামিল ফিল্ম। আমাদের এপার ওপার হিট বাংলা ফিল্ম তো বেঁচেই আছে তামিল/ তেলেগু ছবির উপর। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কমার্শিয়াল বাংলা ফিল্ম যদি কেউ দেখতে চান তো তেলেগু/ তামিল দেখা বন্ধ করে দিন।
আচ্ছা হিরো - দা সুপার স্টার এর কথায় আসি। ভুল ধরতে তো আর সিনেমা হল এ যাইনি, টাকা খরচ করে লাইনে দারিয়ে যথেষ্ট সময় বের করে বিনোদিত হতে গিয়েছিলাম। কিন্তু যতক্ষণ দেখলাম ততক্ষণ বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল।
ভাইরে বুঝলাম আমাদের কারিগরি ব্যাপারটা ভাল না। বুঝলাম বাজেটটা আন্তর্জাতিক মানের একশন করতে যা লাগে সেই রকম না। তাই বলে মুল তেলেগু ছবির দৃশ্য লাগিয়ে দিতে হবে?? এটা কি বাংলা সিনেমার জন্যে যথেষ্ট অপমান না??????
তেলেগু ছবিতে নায়ক নদী থেকে ত্রিশূল হাতে উঠে এসে ভিলেনের পেটে সেই ত্রিশূল ঢুকিয়ে দেয়। সেখানে চলছিল কুম্ভ মেলা। সেই মেলায় ত্রিশূল ছিল মানানসই। কিন্তু হিরো - দা সুপার স্টার ছবিতে সাকিব খান যখন সুইমিং পুল থেকে ত্রিশূল হাতে উঠে এসে মিশা সদাগরের পেটে সেটা ঢুকিয়ে দিল তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। সেকান্দার বক্স এর মত বলতে মন চাইল, " ফহিন্নির পুত! দেশে কি দাও, কুরাল, ছুরি, লাঙল কিছু পাস নাই?? ত্রিশূল কেরে!!??"
আচ্ছা বাদ দেই। বললে তো বলবেন আমি অন্য কারো ফ্যান বলে বলছি। নারে ভাই আমি বাংলা সিনেমার একজন সত্যিকারের ফ্যান। টাকা দিয়ে কেনা বা মাসিক ফ্যান না। মা বাবার কোলে চরে "বেদের মেয়ে জোস্না" দেখেছি। বহু কান্নাকাটি করে খালামনির সাথে "কেয়ামত থেকে কেয়ামত, দোলা, তোমাকে চাই" দেখেছি।গ্রামে বসে সালমান শাহ, মান্নার মত মহা তারকার ছবি দেখে কৈশোর পার করেছি। আর কি বলব! লেখা শেষ হবে না।
ভাল থাকুক বাংলা সিনেমা। ভাল হয়ে উঠুক বাংলা সিনেমা। ফিরে পাক ভালবাসা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৬