১.উনি দাবি করেছে করেছেন হেফাজতে ইসলাম ব্লগের কিছুই বুজেনা ।
এবিষয়ে আমি পরে আলোচনা করতেছি ।
২. উনিতো হেফাজত কর্মীদের বুকে টেনে নিয়ে প্রশ্ন করেছেন ব্লগার কি জানেন ?
উনাদের উত্তর না , না জানারই কথা নারা যদি আসিফ মহিউদ্দিনের ম
ব্লগারদের আগে থেকে জানতেন তবে তাদের মাঝে আজ যে ক্ষোভের আগুন জ্বলেছে
অনেক আগেই জ্বলে উঠতো ,যেমন জ্বলেছিল তাসলিমা নাসরিনকে দেশ ছাড়া করার
সময় ও প্রথমআলো পত্রিকা নিষিদ্ধ করার দাবিতে ।
এবার আসি আমার মূল আলোচনায় আমি টেক ব্লগ বেশী লিখি বা পড়ি . দীর্ঘদিন
সামুতে যাতায়াত ছিলনা ।
আর "আমার ব্লগে" নামক ব্লগে অশ্লীল কথাবার্তায় সয়লাব ছিলো তাই এটা ছিল
আমার সবচেয়ে না পছন্দের ব্লগ ।
ফেসবুকে একদিন দেখি অনেকেই ষ্ট্যাটাস দিচ্ছে ব্লগার আসিফ মহিউদ্দিনকে
অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ।
তারাতারি সামুতে এসে সার্চ দিলাম আসিফ মহিউদ্দিন কে খোঁজার জন্য .পেয়েও
গেলাম তার লেখা ও তার করা মন্তব্যগুলো দেখে গায়ের লোম দাড়িয়ে গেল । অবাক
হয়ে গেলাম মানুষ এমন মত প্রকাশ করে কিভাবে ? ঘৃনা জমলো সামুর প্রতি
ফেসবুকে তার কীর্তি কিছুটা স্কীনশর্ট দেখাতেই অনেকেই হতবাক হলেন ।তারপর
উনার মেইল আইডি দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে তাকে ফেসবুকে পেলাম .তারপর থেকে
তাহার বানীগুলো নিয়মিত শ্রবন করতাম ফেসবুকে ।
তারপর আসি যেভাবে পরিচয় হলাম যেভাবে পরিচয় হলাম থাবা বাবা নামক ব্লগারের সাথে ।
টিভিতে দেখলাম ইমরান আন্দোলনকারীদের ছুটি দিয়ে দিলো , কিছুক্ষনের মধ্যই
ফেসবুক গরম ব্লগার থাবা বাবা কে জবাই করা হয়েছে , কোন কিছু যাচাই না করে
আগে ব্লগার খুনের প্রতিবাদে ফেসবুকে ষ্ট্যাটাস
লিখলাম ও কালো ব্যাজ লাগালাম . এবার আমার ব্লগের একটা লিংক পেয়ে আমার ব্লগ
থেকে জানলাম থাবা বাবা নামক একজন ব্লগার কিছুক্ষন আগে খুন হয়েছে . থাবা
বাবা লেখা পড়তে গুগলে থাবা বাবা লিখে সার্চ দিতেই যে ব্লগগুলো পেলামঃ
নূরানী চিপা , ধর্মকারী . আমার ব্লগ ও তার ফেসবুক প্রোফাইল । সবগুলোতে
একরকম লেখা দেখে হতবাক হয়ে গেলাম . সাথে সাথে ফেসবুক থেকে প্রতিবাদমূলক
ষ্ট্যাটাস ও কালো ব্যাজ সরিয়ে নিলাম কারন আমি একজন মূসলিম পরিবারে জন্ম
নিয়েছি . আর ঐ থাবা বাবা তার পুরো সময় কাটিয়েছে আমার ধর্মকে ব্যঙ্গ করে ।
তাদের পোষ্টে আবার অনেকেই একই ভাষায় মন্তব্য দেখে প্রশ্ন জাগলো এরা আসলেই
কারা ? কোন বিদেশী শক্তির টাকা পেয়ে এরা এসব করছে নাতো ?
আমি কোন নাস্তিকের বিচার চাইবোনা কারন আপনি কোন ধর্ম বা মতে বিশ্বাস
করবেন আপনার ব্যাপার . আমি আপনাকে জোর করে কোন ধর্ম বা মত চাঁপাতে পারিনা
কারন এটা অন্যায় ।
তাই বলে কি আপনি আমার বিশ্বাসকে গালিগালাজ করবেন . আমার ধর্ম নিয়ে ব্যঙ্গ
করবেন ? এই অধিকার শুধু সংবিধান কেন পৃথিবীর কেউ দেয় নাই ।
ধর্মপ্রান ইমরানের কাছে প্রশ্ন এটা কেমন মত প্রকাশের স্বাধীনতা ? এদের
জন্য আপনার এত মায়াকান্না কেন ? জানিনা আপনি কতবড় ব্লগার ছিলেন, ফেব্রুয়ারির ৫ তারিখের আগে লেখা আপনার সকল ব্লগ দেখার ইচ্ছে হয় , ছদ্দনামে লিখলেও লিংকটা দিবেন দয়া কবে ।
যারা বলছেন ব্লগারদের গ্রেফতার করে স্বাধীন মত প্রকাশে বাধাঁ দেয়া হয়েছে
. তাদের কাছে জানতে চাই তারা কি মুক্তমনা বা স্বাধীন মত প্রকাশ করতো নাকি
কোন ব্যক্তি বা গোষ্ঠির সহযোগিতায় এদেশে দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত
ছিলো ?
সরকারের কাছে অনুরোধ করছি ধর্মকারী নামক একটা ব্লগ পাঁচ হাজারের উপরের
লেখা নিয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে । থাবাবাবার মৃত্যুর পর কয়েকদিন বন্ধ
থাকলেও ডটনেট ডোমেইন লাগিয়ে আবার চালু করা হয়েছে অবিলম্বে "ধর্মকারী"
ব্লগ বন্ধ করে ঐ ব্লগার নামধারী শয়তান দের খুঁজে বের আইনের আওতায় নেয়ার
দাবি জানাচ্ছি ।
স্বাধীন মত প্রকাশ মানেই কোন ধর্মকে অশ্লীল গালিগালাজ করে আঘাত করা নয় ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫