আমি হেফাজতে ইসলামকে এযাবত্ কালের সবচেয়ে সফল সংগঠন বলবো কারন ।
তাহারা জাতীয়তাবাদী বিএনপির সমর্থন পেয়েছে . স্বৈরাচার এরশাদের সমর্থন পেয়েছে , গডফাদার শামীম ওসমানের সমর্থন পেয়েছে , ইসলামী আন্দোলনের চরমোনাই পীর সাহেবের সমর্থন পেয়েছে . আইনজীবীদের সমর্থন পেয়েছে এবং দুধর্ষ শিবিরের সমর্থন পেয়েছে । পায়নাই শুধু বাম ও বাকশালীদের সমর্থন ।
কিছু মিডিয়ার কাছে তারা খারাপ হওয়ার একটাই কারন তাদের তৈরী করা শাহবাগকে মানুষ আর দেখতে চাইছে না ।
হেফাজত কি কাউকে গদি থেকে উত্খাতের দাবি জানাইছে , হেফাজত কি বলছে রাজাকারদের বিচার ব্ন্ধ কর ?
হেফাজতের দাবির সাথে আমি একমত তাই আমিও তাদের সমর্থন করছি । তবে সকল ধর্মের অনুভুতিতে আঘাতকারী দের বিচারের আওতায় আনার দাবি যোগ করার অনুরোধ করছি ।
আমার বিশ্বাসকে যারা গালিগালাজ করেছে , আমার ধর্ম নিয়ে যারা ব্যঙ্গ করেছে তাদের বিচার করতেই হবে ।