সিরিজ পোস্ট নেভিগেশন প্যানেল:
✎ ১। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~ (পর্ব:১) ~~ ওয়ার্ডপ্রেস পরিচিতি ও প্রয়োজনীয় কিছু অ্যাপ (ব্লগ তৈরির পূর্ব প্রস্তুতি)
✎ ২। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ~~[পর্ব:২]~~ ডোমেইন হোস্টিং সেটাপ দেওয়ার পদ্ধতি
✎ ৩। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৩)~~ ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও কনফিগার করা
✎ ৪। একদম ফ্রিতে যেভাবে তৈরি করবেন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ ~~(পর্ব:৪)~~ ওয়ার্ডপ্রেস আপলোড, ফাইলজিলা ইন্সটলেশন এবং ওয়ার্ডপ্রেস সেটাপ
গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে অল্পবিস্তর ধারণা লাভ করেছিলাম। আজ আমি দেখাব কীভাবে আপনি ফ্রি হোস্টিং ও ডোমেইন নিবেন এবং আপনার হোস্টিং ডোমেইন সেটাপ দিবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ফ্রি হোস্টিং দেয় এমন সাইট গুগল সার্চ দিলে অনেক পাওয়া যাবে। আমি যে সাইটের কথা বলব সেটি সেসব ফ্রি হোস্টিং সাইটের চেয়ে তুলনামূলক ভাল। সেটার নাম ডিএইচমার্ট.ইনফো।
✔ প্রথমেই এখানে যান ও উপরে Signup এ ক্লিক করুন:
✔ Order Form টি যথাযথ ভাবে পূরণ করুন ও Save এ ক্লিকান:
✔ দেখুন এবার মেইল ভেরিফাই করতে বলছে:
✔ যে মেইল দিয়ে একাউন্টটি খুলেছেন সেটি ওপেন করুন ও লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন (মেইল না পেলে স্প্যাম বক্সে চেক করুন):
✔ এবার লগিন করা হলে প্ল্যান সিলেক্ট করতে বলবে, Ultimate প্ল্যান সিলেক্ট করে Select বাটনে চাপুন:
✔ এখন যেই কাজটি করবেন সেটা হল হোস্টিং যেমন আছে তেমন রেখে নতুন ট্যাবে আপনি ঝটপট ডট.টিকে এর ডোমেইন সাইটে চলে যান । গিয়ে আপনার সাইটের যেমন ঠিকানা চান সেটি লিখে Go চাপুন:
✔ যদি আপনার দেওয়া অ্যাড্রেসটি ভ্যালিড বা রেজিস্ট্রেশনযোগ্য হয় তাহলে নিচের ছবির মত আসবে আর ইনভ্যালিড হলে বলবে ‘This domain has already been taken’ জাতীয় কিছু। যদি ইনভ্যালিড হয় তাহলে আগের নামটির রকমফের করে নতুন ডোমেইন সিলেক্ট করতে পারেন অথবা নতুন নাম বেছে আবার এগোতে পারেন:
✔ এবার আপনি আবার হোস্টিং সাইটের ট্যাব টিতে ফিরে যান, যে ডোমেইন আপনি নিবেন সেটির নাম Domain www. এর বক্সে লিখুন। যেমন আমারটা দিলাম thisismynewblog.tk। হোস্টিংয়ে পাসওয়ার্ড দিন, ক্যাপচা পূরণ করে Create এ ক্লিক করুন:
✔ Account Created 100% হলে View Result এ ক্লিক করুন:
✔ নতুন একটি পেজ আসবে, Switch এ ক্লিক করুন:
✔ এবার হোস্টিংয়ের Details এ ক্লিক করুন:
✔ Nameserver Details এর ns1.dhmart.info এর ডানপাশের প্রথম আইপিটা কপি করুন:
✔ এরপর আপনার ডট.টিকে এর ট্যাবে ফিরে গিয়ে Use DNS এ ক্লিক করুন, Your own DNS এ ক্লিক করুন; Server Name এ লিখবেন ns1.yourdomain.tk অর্থাৎ ns1.আপনি যে ঠিকানার সাইট খুলতে চাচ্ছেন সেই ঠিকানা.tk। যেমন আমার ব্লগের নাম হল thisismynewblog.tk তাই আমি সেখানে দিব, ns1.thisismynewblog.tk এবং ডানপাশের আইপিটি হবে আগের ধাপের কপি করা আইপি। সেটা পেস্ট করুন:
✔ এরপর Registration length 12 months দিয়ে ক্যাপচা পূরণ করে Sign Up এ ক্লিক করুন:
✔ Use your email address এ ক্লিকান, মেইল অ্যাড্রেসে আপনার মেইল আইডিটা দিয়ে Next চাপুন:
✔ আবার মেইল অ্যাড্রেস বসাতে বললে বসান, ইউজারনেম দিন ও পাসওয়ার্ড দুইবার দিয়ে Create Account এ ক্লিক করুন:
✔ এবার মেইল অ্যাকাউন্টটা চেক করুন, মেইল আসতে দেরি হতে পারে তাই চিন্তিত হওয়ার কিছু নাই। না পেলে স্প্যাম ফোল্ডারেও একবার চেক করবেন। মেইল আসলে সেটাতে ঢুকে Confirmation code টি কপি করুন, লিঙ্কে ক্লিক করুন:
✔ Confirmation Code টি বসান ও Confirm চাপুন:
✔ এবার লগিন করে Domain Panel এ ক্লিকান, Modify তে ক্লিক করুন:
✔ Custom DNS এ ক্লিক করুন এবং Host Name গুলো পূরণ করুন এভাবে, প্রথমটা দিবেন ns1.আপনার সাইটের অ্যাড্রেস.tk যেমন আমি দিয়েছি ns1.thisismynewblog.tk। পাশের যে IP এর ঘর আছে সেটা আসবে হল আপনার হোস্টের ট্যাবের ns1.dhmart.info এর আইপি। একইভাবে আরও তিনটি ঘর আছে, সেগুলোতে ns2.yourdomain.tk, ns3.yourdomain.tk ও ns4.yourdomain.tk দিবেন ও আইপি সংগ্রহ করবেন আপনার সেই হোস্টিং সাইটের Server Details থেকে। ns2 এর IP দিবেন ns2.dhmart.info এর টা, ns3. এর আইপি দিবেন ns3.dhmart.info এর টা এবং সবশেষে ns4.dhmart.info এর আইপি বসাবেন শেষের ns4.dhmart.info এর আইপি অ্যাড্রেস। সব করা শেষে Save Changes এ ক্লিক করুন:
✔ আইপি সংগ্রহ করবেন যেখান থেকে:
এইবারের মত কাজ শেষ। আপনার ডোমেইন ও হোস্টিং পুরো চালু হয়ে গেছে। আমরা পরবর্তী পর্বে দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস আপনার হোস্টিংয়ে আপলোডের জন্য কনফিগ করে এবং ওয়ার্ডপ্রেস আপলোড করতে ফাইলজিলাকে কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮