ইন্টারনেট আজকাল শুধু ডাউনলোডেই সীমাবদ্ধ নেই। নানা কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত যাতায়ত করতে হয়। কিন্তু ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে আপনার ব্রাউজারটি যে বিভিন্ন সাইটে আপনার স্পর্শকাতর তথ্যাবলি পাচার করছে না, এমন নিশ্চয়তা কি আছে? অবশ্যই নেই! তাই আমি আজ আপনাদের দেখাব কীভাবে আপনাদের ওয়েব ব্রাউজারটিকে করে তুলবেন নিরাপদ এবং বিভিন্ন ক্ষতিকারক সাইট থেকে রক্ষা করবেন। প্রথম পোস্টটি ফায়ারফক্স নিয়ে তারপর গুগল ক্রোম এবং সবশেষে আপনাদের ইন্টারনেট এক্সপ্লোরারের অপটিমাইজেশন নিয়ে পর্যালোচনা করব। তাহলে শুরু করি।
খবরদার! আমার গতিবিধি পর্যবেক্ষণ করবেন না [Do not Track]:
কোন সাইট ভিসিট করলে ফায়ারফক্স সেই সাইটে Do not Track রিকুয়েস্ট পাঠাতে পারে যার ফলে ঔ সাইট আপনার গতিবিধির উপর নজরদারি না করতে পারে। এটা ডিফল্টে অফ করা আছে। অন করতে হলে নিচের কাজ গুলো করুন।
■ উইন ৭ এর ক্ষেত্রে প্রথমে ফায়ারফক্সের উপর ক্লিক করে Option এ যান, আর এক্সপির ক্ষেত্রে টুলবারের মধ্যেই অপশন বাটন পাবেন; ওখানে ক্লিক করুন:
■ এরপর Privacy ট্যাবে গিয়ে Tell websites I do not want to be tracked এ টিক দিন:
দ্রষ্টব্য: এখনই OK দিয়ে বের হয়ে আসবেন না। আরও কিছু কাজ আছে সেগুলো করে একবারে OK দিয়ে বের হয়ে আসাই ভাল হবে।
নিরাপদ ব্রাউজিং:
বিভিন্ন সাইট আছে যেগুলো মলওয়্যারযুক্ত। ঔসব সাইট থেকে রক্ষা পেতে সেফ ব্রাউজিং অপশনের বিকল্প নেই। যেকোন সাইট ভিসিটের সময় মজিলা গুগলকে সেই সাইটের ব্যপারে নিশ্চিত হয়ে তবেই আপনাকে সাইটে ঢুকতে দেবে। এটা অন করতে হলে নিচের কাজগুলো করুন।
■ অপশন থেকে Security ট্যাবে গিয়ে Block reported attack sites এবং Block reported web forgeries অপশন দুইটিতে টিক দিন। আর যদি টিক আগে থেকে দেওয়া থাকে তাহলে কিছু করা লাগবে না:
সকল সাইটের লগিন নেম এবং পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখেন? তাহলে অবশ্যই 'মাস্টার পাসওয়ার্ড' ব্যবহার করুন:
আপনি যদি সাইটের লগিন নেম বা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করে থাকেন তাহলে মাস্টার পাসওয়ার্ড আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। নাহলে আপনার ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড বেহাত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করলে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
■ Security ট্যাবে গিয়ে Use a master password এ ক্লিক করুন:
■ এবার নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেটাতে একটি পাসওয়ার্ড লিখে আবারও নিচের বারে রিটাইপ করুন। পাসওয়ার্ড মিলে গেলে Ok বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন:
এবার যে সাইটের পাসওয়ার্ড আপনার ব্রাউজারে সেভ করা আছে ঔ সাইটে লগিন করতে গেলে আপনাকে মাস্টার পাসওয়ার্ড দিতে হবে তাহলেই লগিন বার এবং পাসওয়ার্ড বারে আপনার অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ড উপস্থিত হবে।
কুকি এবং ব্রাউজিং হিস্ট্রি:
এই অপশনের কাজ করার আগে চলুন জেনেই কুকি জিনিসটা কী।
কুকি কী?:
কুকি বিভিন্ন নামে পরিচিত যেমন : HTTP cookie, web cookie, browser cookie ইত্যাদি। এটা তার ওয়েব ব্রাউজারের এর মাধ্যমে কোনো ব্যবহারকারী তার কম্পিউটার থেকে যে সব ডাটা পাঠায় তা সংরক্ষণ করে রাখে । এটা ব্যবহৃত হয় একজন ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারের এর ঠিকানায় মূল ওয়েবসাইট থেকে কোনো তথ্য পাঠাতে। আবার ঐ ব্যবহারকারীর তথ্য মূল সাইট এর ঠিকানায় পাঠাতে। এই তথ্য ব্যবহৃত হতে পারে একজন ব্যবহারকারীর সময়কাল, অভিরুচি , শপিং কার্ট নিয়ে ধারনা অথবা অন্য যে কোনো প্রমান ও সনাক্তকরনের জন্য যেটা সম্পন্ন হতে পারে জমাকৃত ডাটার মাধ্যমে । কুকি কোনো সফটওয়্যার নয় , তারা প্রোগ্রাম করতে পারে না, ভাইরাস বহন করতে পারে না , হার্ড ড্রাইভ এর ভিতর লুকিয়ে থাকা প্রোগ্রামগুলোকে বের করে আনতে পারে না। যাই হোক, গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকান্ডে গতিবিধি পর্যবেক্ষণ করতে এটি ব্যবহার হয়। EUROPE এবং US এর বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থায় কুকি ব্যবহার হয়।
যেভাবে কুকি সেটিংস ঠিক করবেন:
■ ফায়ারফক্সের কুকি অপশন ব্যবহার করতে Privacy ট্যাবে গিয়ে History কথাটার নিচে Firefox will এর পাশে একটা ড্রপডাউন লিস্ট দেখবেন। সেখানে ক্লিক করে Use custom settings for history তে ক্লিক করুন:
■ অনেক অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক আপনকে থার্ড পার্টি কুকির মাধ্যমে ট্র্যাক করতে পারে, তাই এটা বন্ধ করাই ভাল। কিন্তু অনেক সাইটে আপনি এই Third Party Cookie ছাড়া ভিসিট করতে পারবেন না কিংবা ভিসিট করতে পারলেও সেই সাইটের সকল সুবিধা নাও উপভোগ করতে পারেন। সেকারণে প্রয়োজন অনুসারে ঔ অপশনে টিক দিতে পারেন।
■ থার্ড পার্টি কুকি বন্ধ করতে নিচের Accept third party cookies এর পাশের টিক উঠিয়ে দিন:
■ এবার Clear history when firefox closes এ ক্লিক করলে ডান পাশের Settings অপশনটি চালু হবে, সেটাতে ক্লিক করুন:
■ এখানে আপনি যেসকল জিনিসগুলো ফায়ারফক্স প্রতিবার বন্ধ করার সময় অটোমেটিক মুছে ফেলতে চান সেই অপশনগুলোতে টিক দিন, আর যেগুলোর ক্ষেত্রে চান না সেগুলোর টিক দেওয়া থাকলে উঠিয়ে দিন: (বারবার লগিনের ঝামেলা না নিতে চাইলে Active logins এবং Cookies এর টিক উঠিয়ে দিন কিংবা টিক দিবেন না)
ফায়ারফক্স ক্র্যাশ রিপোর্ট এবং পারফর্ম্যান্স ডেটা (পারফর্মেন্স ডেটা অপশনাল):
মজিলা করপোরেশন ক্র্যাশ রিপোর্ট এবং পারফর্ম্যান্স ডেটার উপর ভিত্তিতে তাদের ফায়ারফক্সের ভার্সনগুলোর উন্নতি সাধন করে থাকে। সেকারণে এটা অন করা খুবই গুরুত্বপূর্ণ। এটা অন করার জন্য নিচের কাজগুলো করুন।
■ এবার Advanced ট্যাবে গিয়ে একদম নিচে System Defaults কথাটির নিচে Submit crash reports এবং Submit performance data অপশন দুটিতে টিক দিন:
সব সেটিংস ঠিক করার পর যা করবেন:
এবার সব সেটিংস দেওয়া হয়ে গেলে OK দিয়ে বের হয়ে আসুন:
এক্সট্রা:
এবার দুইটি ফাউ জিনিস দেই। একটা হল ফায়ারফক্সের ডানপাশের গুগল সার্চের সার্চবারে সাজেশন বন্ধ করার উপায় এবং ফায়ারফক্সে চমৎকার বাংলা দেখার পদ্ধতি।
গুগল সার্চবারের সাজেশন বন্ধ করবেন যেভাবে:
গুগল সার্চবারে কিছু লিখতে গেলে বিরক্তিকর সাজেশন দেওয়া শুরু করে:
■ বন্ধ করার জন্য সার্চবারে রাইট ক্লিক করে Show suggestions এর টিক উঠিয়ে দিন:
ফায়ারফক্সে সুন্দর বাংলা দেখার সেটিংস:
যদি আপনার ব্রাউজারে নিচের ছবির মত বাংলা দেখতে চান তাহলে কাজগুলো করুন:
■ ফায়ারফক্স অপশন থেকে Content ট্যাবে ক্লিকান। তারপর Fonts and Colors এর নিচে ফন্টের পাশে Advanced এ ক্লিক করুন:
■ তারপর নিচের উইন্ডো ওপেন হলে নিচের ছবির মত করে সেটিংসগুলো ঠিক করুন। সোলাইমান লিপি ফন্টটি না থাকলে ডাউনলোড করুন এখান থেকে।
আর অবশ্যই কাজ শেষে OK ক্লিক করে আসতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব গুগল ক্রোমে কীভাবে সেফ ব্রাউজিং করতে পারবেন। সবার সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম।
ধন্যবাদান্তে-
কিছু কথা:
সামহোয়্যার ইন. . . ব্লগ-এ লেখার ইচ্ছা আমার অনেকদিনের। সময় স্বল্পতা এবং নানা ধরণের অজুহাতে লেখা জমা দেওয়া হয় নি। ভেবেছিলাম লেখা জমা দেওয়া বুঝি অনেক সহজ, কিন্তু আমার মূল লেখা হল ওয়ার্ডপ্রেসে। প্রথম পোস্ট (পুরনো) দিতে গিয়ে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট খাটাখাটনি করে সামুর উপযোগী করে তুললাম এবং পোস্ট করলাম। এবং বলার অপেক্ষা রাখে না এটা আমার সামুতে প্রথম পোস্ট। আরও একটি কথা বলতে চাই, এখানে সামুর ইমোগুলি লিগ্যাল ও সহজ ভাবে ব্যবহার করতে পেরে ভাল লাগছে। পোস্ট নিয়ে যেকোন টক-ঝাল-মিষ্টি-তিতা মন্তব্য/আলোচনা সাদরে গৃহীত হবে।
আমি প্রধানত লিখি টেকস্পেটে । এটা আমার সকল পোস্টের তালিকা । ইচ্ছা হলে একবার ঘুরে আসতে পারেন।
এটা আমার টেকটিউন্সের টিউনারপেজের লিঙ্ক ।
এটা আমার খোম্মাবই (ফেবু) লিঙ্ক ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩৩