গত সপ্তাহে যেতে পারিনি বসুন্ধরায়...মনটা খারাপ ছিল...ভেবে রেখেছিলাম এই সপ্তাহের দুইদিনের একদিন অবশ্যই যাবো...শুক্রবার একটা কাজের জন্য যেতে পারলাম না...এর মধ্যে একটি দূর্ঘটনার কথা শুনে মনটা ভীষন খারাপ হয়ে গেল...শনিবার ঠিক করে রেখেছি বিকেলে যাব...কিন্তু কি ভাগ্য...আমার ক্লাস শেষ হলো বিকেল ৫.৪৫ এ...তারপর যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এমন সময় ফোন এলো আমাদেরই একজন সাইফুল সামিনের (দূর্ঘটনায় আহত) রক্তক্ষরণ হচ্ছে..ওর দুটি পা-ই কেটে ফেলতে হয়েছে....রক্ত লাগবো...ভাগ্যই বলতে হবে ওর ও পজেটিভ...আমারও একই গ্রুপের রক্ত...ক্লাস শেষ হতেই আর বসুন্ধরা যাওয়া হলো না শাশ্বতের জন্য....ছুটে গেলাম পঙ্গু হাসপাতালে সামিনের জন্য রক্ত দেবো বলে...যাওয়ার পথে বসুন্ধরায় উপস্থিত এক ব্লগারকে ফোন করে বললাম...সেও বললো যাও রক্ত দিয়ে আসো...যেতে যেতে মনে হচ্ছিল শাশ্বতের জন্য বসুন্ধরার চারদিনের একদিনও কিছু করতে পারলাম না...তবে এই ভেবে একটু শান্তনা ছিল...তরুন সাইফুল সামিনের জন্য একটু সাহায্য করতে পারছি....

আলোচিত ব্লগ
বাংলাদেশের ভবিষ্যৎ
বাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন
চিলিং আউট ইন মরোক্কোঃ ওস্তাদের সাথে বহু-প্রত্যাশিত মোলাকাত!!!
পূর্বকথাঃ আপনাদের অনেকেরই হয়তো মনে আছে সেই ২০২২ এর সেপ্টেম্বর মাসে একটা পোষ্ট করেছিলাম মরোক্কোর তান্জিয়ারে যাওয়া নিয়ে.........বদ লোকের জন্য দোয়া করলে বদ-দোয়া হয়ে যায়!!! শিরোনামে। সেই ভ্রমনের আসল সচিত্র... ...বাকিটুকু পড়ুন
আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল
বিগত ১৫ বছর ধরে আমরা এই এক প্রশ্ন দিয়েই তাদের সকল অন্যায় অবিচারকে জাস্টিফাই করে আসছে। আমরা দেশের মানুষের মাঝে এই ন্যারেটিভ সৃষ্টি করেছি আমরা যেহেতু মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব... ...বাকিটুকু পড়ুন
কে মেয়র হবে না হবে, তাতে আমার কী আসে যায়!
একটা কথায় কতটা ক্ষোভ, হতাশা আর বাস্তবতার প্রতিফলন হতে পারে—এই একটুকু বাক্যই তার প্রমাণ। এটা নিছক কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা আজ হাজারো সাধারণ নাগরিকের কণ্ঠস্বর, যারা প্রতিদিন বাঁচার সংগ্রামে... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন