কয়েকদিন আগে আমি আমার এক আত্বীয় বাসায় গিয়েছিলাম। সেখানে এক দশ বছরের কাজিন একটা বই পড়ছিল বেশ আওয়াজ করে। আঙ্কেল ও অ্যান্টির সাথে কথা বলার ফাঁকে ফাঁকে ওই কাজিনের পড়ার শব্দ ভেসে কানে বিদছিল। সম্ভবত সে মেজর জিয়াউর রহমানের আত্বজীবনী পড়ছিল। সে পড়ছিল এইভাবে,,, মেজর জিয়া ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ১৯৭১ সালে তিনি বঙ্গবন্ধুর নির্দেশে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। .........................৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান শহীদ হন। পড়ার এক ফাঁকে হঠাৎ সে আটকে গেল। ডাক পড়লো আমার।
ভাইয়া দেখেন তো, ইনি আমাদের এক সময়ে রাষ্ট্রপতি ছিলেন। ভালই তো দেশ চালাচ্ছিলেন। তো ১৯৮১ সালে চট্টগ্রামে ব্যর্থ সেনা অভ্যুত্থানে নাকি নিহত হয়েছেন। আচ্চা ভাইয়া ব্যর্থ সেনা অভ্যুত্থান কি?? জিয়াউর রহমানকে কি ব্যর্থ সেনারা মেরে ফেলেছে?? আচ্ছা তাদের পরবর্তীতে কোন বিচার হয়েছে কি?? শেখ মুজিবর রহমানের জীবনীতে পড়লাম ১৯৭৫ সালে তার সহপরিবারে নিহত হয়েছিলেন। কিন্তু কারা মেরেছে সেটা তো ওখানে উল্লেখ আছে। আবার বাবার মুখে শুনেছি খুনিদের কিছু অংশের নাকি ফাঁসিও হয়েছে। আচ্ছা ভাইয়া জিয়াউর রহমানের খুনিদের ফাঁসী হবে না??
ছোট কাজিনের এই প্রশ্ন শুনে আমি তো হতবাক। যেখানে আমার জন্মের পর থেকে আমি নিজেও খুনিদের নাম পায়নি কিংবা তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা তার কোন পূত্রের মুখে বাবার খুনিদের বিচারের দাবী দেখিনি। তাহলে আমি আমার কাজিনের উত্তর কি করে দিই?? অবাক হয়ে গিয়েছি সেদিন।
পরে আজ সকালে যখন দেখলাম জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সম্বলিত বিভিন্ন লেখা সেখানেও জিয়ার মৃত্যু সম্পর্ক কিংবা পরবর্তীতে কোন বিচার ব্যবস্থার কোন তথ্য পেলাম না। তাই বাংলার উইকিপিডিয়ায় সার্স দিয়ে অনেক তথ্যই পেলাম। তার মৃত্যু সম্পর্কে উইকিতে যা লিখা ছিল তা হলো....‘‘ জিয়া তার দলের স্থানীয় কর্মকর্তাদের মধ্যে এক ঘঠিত কলহ থামানোর জন্য ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর ৩০শে মে গভীর রাতে সার্কিট হাউসে বীর উত্তম মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন ‘’
যাই হউক হত্যা কারী আবুল মঞ্জুরের নাম পেলাম। কিন্তু জিয়ার মৃত্যুর মাত্র ৭ বছর পর আমার জন্ম। আর তারপর থেকে এখন পর্যন্ত আমি নিজেও কিংবা ভুলেও জিয়ার হত্যাকারীদের বিচার দাবী শুনলাম না। এতো বড় একটি বৃহৎ দল তাদের প্রতিষ্ঠাতে সম্পর্কের ইতিহাস চুরি কেন করে?? কেউ কি বলতে পারবেন আবুল মঞ্জুর কোথায় আছেন কিংবা তার কি হয়েছে?? খালেদা জিয়া কিংবা তার যুগলপুত্রই বা কেন তাদের পিতৃহত্যার বিচার চাই না?? শেখ মুজিবর রহমানের কন্যা তো ক্ষমতা গেলে তার বাবার হত্যার বিচার দাবী করে বসে। সর্বশেষ এবার ক্ষমতা পাবার পর কয়েকজনের ফাঁসীও হতে দেখেছি। তার ইতিহাস স্পষ্ট হলেও জিয়াউর রহমানের ইতিহাস কেন ষ্পষ্ট নয়?? কেন তার ইতিহাস আমাদেরকে জানতে দেয়া হয় না?? শেখ হাসিনা যদি তার বাবার খুনিদের বিচার করতে পারে তাহলে খালেদা জিয়া তার স্বামীর বিচার কেন চাইতে পারেননি?? এই বিষয়টা কারও জানা থাকলে আমার সাথে শেয়ার করবেন প্লিজ!!!!