"জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই এই বিচার কার্যক্রম শুরু হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার।"- কালের কণ্ঠ।
এ ধরণের মানবতাবিরোধী বিচার কার্যে নিরপেক্ষতা এবং সচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অত্যন্ত আলোচিত একটি বিষয়। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সরাসরি সম্প্রচার একটি দারুণ সময় উপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত। এর আগে বিশ্বে বেশ কয়েকটি মানবতা বিরোধী অপরাধের বিচার রেকর্ড করা হয়েছিল, এবং পরবর্তীতে প্রচার করা হয়েছিল। কিন্তু সরাসরি কোনো বিচারকার্য সম্প্রচার করা হয়েছে কিনা আমার জানা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিচারকার্য শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত করতে পারে, তাহলে সমগ্র বিশ্ব পরিমণ্ডলে এই বিচার একটি নজির সৃষ্টি করবে। মানবতা বিরোধী যেকোনো ধরনের কার্যকলাপ করার আগে অপরাধী শতবার ভাববে!
নিউজ লিঙ্ক
নিউজ লিঙ্ক ২
নিউজ লিঙ্ক ৩
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৪