খুলনায় ধর্ম অবমাননার অভিযোগে উন্মত্ত জনতার হা’মলায় আহত উৎসব মন্ডল সামরিক হাঁসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উৎসব মন্ডল এর শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা খুব আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছেন। সেনাবাহিনী তার এবং তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করেছেন। ডাক্তারা জানান সে এখন বেশ সুস্থ। রিলিজ দেওয়ার মত। তারপরও তারা ২ দিন পর্যবেক্ষণে রেখে আগাম ২/৩ মধ্যে রিলিজ করবেন। উৎসব মন্ডলের বাবা ও মা সার্বক্ষণিক সাথে আছেন। তারাও বলেছেন উৎসব মন্ডল বর্তমানে বেশ ভালো। তারা দেশবাসীর কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তার ছেলের পক্ষে ক্ষমা প্রার্থনা ও তার মঙ্গল কামনায় প্রার্থনা কামনা করেছেন।
উৎসব মন্ডলকে যারাই মেরেছে তাদের অবশ্যই আইনের আয়তায় আনতে হবে এবং স্বচ্ছ বিচার করতে হবে। কোনোভাবেই এই অপরাধীদের ছাড় দিলে চলবে না। এধরণের বিচারবহির্ভূত অবৈধ হামলা চরম ভাবে নিন্দনীয়। যারা উৎসব মণ্ডলকে মেরেছে তারা এই দেশের আইন ভঙ্গ করেছে। দেশের এই সংকটময় সময়ে দেশের ভাবমূর্তি চরম ভাবে নষ্ট করেছে।
উৎসব মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা যদি সত্য হয়ে থাকে, তাকেও বিচারের সম্মুখীন করা উচিত। সকলের এই দেশের আইনের প্রতি সম্মান রাখা উচিত।
নিউজ লিঙ্ক
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৫