হ্যালো কবি? ভালো আছেন?
ব্লাড প্রেশার! বরফ মাখুন
কি আর হবে, দিস্তা দিস্তা লিখে?
কি বললেন? বই মেলাতে যাবেন?
বগলটা একটু শুঁকে দেখুন প্লিজ!
বাথরূমে যান, গোসল সারুন
আতর গোলাপ রেক্সোনা ও মাখুন,
স্বাদ নিয়ে নিন,
সুরেয়ালিজম, কিউবইজম,ছড়া টরা
খনার বচন, যতই মিলাও
টের কঠিন বিবির চাওয়ার অঙ্ক মিলা
ডড নং হরে কর জিওবা রুদের কারখানা
বহু আগে মুখস্থ ছিল, এখন নিশ্চয় ভুলে গেছেন?
জলদি চলুন বই মেলাতে,
কবিতা টা কি মনে আছে?
না, তাও আবার ভুলে গেছেন?
মনে মনে জপতে থাকুন,
বাচ্চা লোক তালিয়া মারো
দৃপ্ত পায়ে কেঁপে কেঁপে
গণ কবি যে এগিয়ে আসছেন,
ফুলের মালা কোথায়? টেবিল কোথায়,
চেয়ার কোথায়? মাইকটা কোথায়?
বড়রা সব গেল কোথায়?
বাচ্চা লোক তালিয়া মারো
গগনে গগনে হরষে বদনে
এই কবিতাটি এখনই শোনাবেন
বাচ্চা লোক তালিয়া মারো
কি? মাইক ছাড়া কবিতা পড়বেন?
তা কি মানায়?
ঐ বেটারা তালিয়া মারো
ধুত্ বেটারা পেঁচাল পাড়ছে , মুঠোফোনে
কারই সাথে!
থাক, টের হয়েছে, উঠুন কবি ফুটুন
রাজনীতির মাঠ খালি এখন,
কবিতা টবিতা বাদ দিয়ে
রাজনীতিতে নামুন।