কিছুদিন শোকে ছিলাম!
হৃদপিন্ডে কিছুটা অভিমান ছিল ;
বুকে জমে ছিল বহু গ্রীষ্ম!
আজ গ্রীষ্মের উষ্ণতা,
মেঘ-বৃষ্টি,ঝড়ো হাওয়া
দিয়েছে কিছুটা পূর্ণতা!
আজ জলের তৃষ্ণা ;
প্রত্যক্ষ রোদের ক্লান্তি,
গাঢ় নিদ্রা,এটুকু সৌহার্দ
সবটুকুই কেবল সুখস্পর্শ!
অথই বিশ্বাস!
অবলিপ্ত দুটি চোখের ভরসা ;
দ্বিধাহীন ভালোবাসার উৎকন্ঠায়
আজ অবসাদবোধ নেই,
শীতল শুশ্রূষা পেয়ে
ব্যাধির স্পর্শ নেই।
এইভাবে কিছু সুখ!
সজল ব্যাকুলতা ;
উষ্ণ ও অধীর আগ্রহ
একগুচ্ছ সোনালী স্বপ্নের ডালপালা,
সব অবসাদ আর ব্যর্থতাকে
ভাসিয়ে দিয়ে -
ছড়াবে হৃদয়ে গাঢ় রঙ!
অনাগত নতুনের প্রত্যাশায়--
আমার স্বপ্ন নীলিমায়,
ভালোবাসার ব্যাকুলতা আছে বলেই
শুধু একবার দেখতে চাই,
তোমার একফুটা অশ্রু
থেকে গড়ে উঠা সোনার খনি!!
তোমার অশ্রুসজল অবয়ব ;
পাহারা দিতে
অপেক্ষা করতে চাই বহুকাল!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:২৫